পশ্চিমবঙ্গ

west bengal

বেনজির অভ্যর্থনা মোদিকে

ETV Bharat / videos

Modi Road Show: বেনজির অভ্যর্থনা মোদিকে, বৃষ্টি উপেক্ষা করে কনভয়কে সঙ্গ সাইকেলের - তেলেঙ্গানা

By

Published : Jul 9, 2023, 12:57 PM IST

Updated : Jul 9, 2023, 1:07 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাইকেল ব়্য়ালিতে স্বাগত জানিয়ে নজির গড়লেন এক ঝাঁক তরুণ ৷ রাজস্থানের বিকানেরে তখন অঝোরে বৃষ্টি পড়ছে । মোদির কনভয়ের নির্দিষ্ট লাইন দিয়েই যাচ্ছে । সেই লাইন ধরেই কনভয়ের দুই পাশ দিয়ে যাচ্ছে সাইকেল ব়্যালি । বৃষ্টি ভেজা শনিবারে বিকানেরের এই অসামান্য ফুটেজ মুহূর্তে ভাইরাল হয় । এতদিন নরেন্দ্র মোদিকে রোড শো করতে দেখা গিয়েছে । এবার তাঁর জন্যই রোড শো গেহলটের রাজ্যে । সাইকেল ব়্যালিতে অংশ নেওয়া প্রত্যেকের পরণে 'ফিট ইন্ডিয়া'  লোগো দেওয়া  সাদা টি-শার্ট । 

বৃষ্টি উপেক্ষা করে মোদিকে স্বাগত জানানোর বেনজির দৃশ্য দেখা গেল বিকানেরে । গত 7 ও 8 তারিখে দেশের চার রাজ্য তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন মোদি। শনিবার বিকানেরের সভামঞ্চ থেকেই 24,300 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন তিনি । তার আগেই অসাধারণ অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে। সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পরা এই ফুটেজ অনেকেরই মন ভালো করে দিয়েছে । কিন্তু যাঁর জন্য এতকিছু তিনি কী বললেন ? জানা যাচ্ছে, ব্যতিক্রমি এই অভ্যর্থনা পেয়ে আপ্লুত ভারতের প্রধানমন্ত্রী। বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছে তরুণদের । 

Last Updated : Jul 9, 2023, 1:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details