Bengali Serial Mithai: সুখে দুখে মিষ্টিমুখে দু'য়ে পা 'মিঠাই'-এর - Mithai Completes Two Years
2021 সালের জানুয়ারি মাসে দর্শকের মুখে হাসি ফোটাতে শুরু হয়েছিল 'মিঠাই' ধারাবাহিকের পথচলা (Bengali Serial Mithai Completes Two Years)৷ 'হাসি ফোটাতে' বলার কারণ, তখন করোনার আবহ(Bengali Serial Mithai)। মানুষের মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার। কেউ কারও সংস্পর্শে আসছেন না। মৃত্যুর খবর দিকে দিকে। সেই সময়েই সুখে দুখে মিষ্টিমুখে আসে 'মিঠাই'। দিনরাত ঘরে বসে বসে মানুষ যখন অতিষ্ঠ তখন মিঠাই হাসি ফোটায় সকলের মুখে। তার ভুল ইংরেজি আর মজারু কাজকর্মে ভরে ওঠে বাঙালির হৃদয়। উচ্ছেবাবুকেও হাসতে শেখায় সে। পরের পর সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। আর এখন মিঠাইয়ের জায়গায় এসেছে মিঠি। দর্শক তাকেও ভালোবেসে ফেলেছে। দেখতে দেখতে এবার দু'বছরে পা রাখল এই ধারাবাহিক। আর তাই ধারাবাহিকের সেটে চলল কেক কাটিং আর দেদার খাওয়া-দাওয়া। এতদিনের জার্নি ঘিরে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন কুশীলবেরা।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST