পশ্চিমবঙ্গ

west bengal

উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে ভলিবল খেলায় মত্ত অক্ষয়

ETV Bharat / videos

Akshay Kumar: পুলিশের সঙ্গে ভলিবলে মাতলেন অক্ষয়, দেখুন ভিডিয়ো - ভলিবল খেলায় মত্ত অক্ষয় কুমার

By

Published : May 27, 2023, 7:32 PM IST

Updated : May 27, 2023, 7:40 PM IST

বলিউডের খিলাড়ির আগামী ছবি শঙ্করা ৷ তার শ্যুটিংয়েই তিনি ব্যস্ত রয়েছেন। কিন্তু এরই মাঝে অক্ষয় কুমারকে দেখা গেল ভলিবল গ্রাউন্ডে ৷ দেরাদুন পুলিশ লাইনে উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে মত্ত হয়ে খেললেন ভলিবল ৷ সত্যিই তিনি যে আসল 'খিলাড়ি' তা একবার ফের প্রমাণ করলেন ৷ জাম্প করে বলকে করলেন লিফ্টিং ৷ সেই ভিডিয়োই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিয়োটিতে অক্ষয়কে মাঠে একেবারে আনন্দ ও ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে ৷ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের দর্শকরাও তাঁর খেলা দেখে খুব উৎসাহিত। 

খেলার সময় অভিনেতার পরনে একটি ঢিলেঢালা কালো টি-শার্ট এবং নীল ট্র্যাক প্যান্ট পরিহিত ছিল। সঙ্গে তাঁর ওয়ান অ্যান্ড ওনলি খিলাড়ি স্টাইল ৷   আগামী ছবি শঙ্করাতে তাঁকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। সেখানে জুনিয়র আইনজীবীর ভূমিকায় দেখা যাবে অনন্যা পান্ডেকে। এর পাশপাশি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ সম্প্রতি স্কটল্যান্ডে তাঁদের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর শ্যুটিংয়েও ছিলেন। এছাড়াও, অক্ষয়কে ওহ মাই গড 2-এ দেখা যাবে। সেই তালিকায় রয়েছে হেরা ফেরি 3-ও ৷  

Last Updated : May 27, 2023, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details