বাংলায় আট দফা কেন, স্পষ্ট করেনি কমিশন; মন্তব্য ইয়েচুরির - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
"কোথাও এক দফা, কোথাও তিন দফা, বাংলায় আট দফা কেন, স্পষ্ট করেনি কমিশন ৷" মন্তব্য সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির ৷ তবে বাম নেতা এও বলেন যে, "কমিশনের নির্দেশ তো মানতেই হবে ৷ আমরা লড়তে প্রস্তুত ৷" ইয়েচুরির কথায়, "পশ্চিমবঙ্গে বিজেপিকে ঠেকাতে বিকল্প শক্তি বামেরাই ৷ তৃণমূল সেই কাজে ব্যর্থ ৷"