রুটমার্চে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে পুলিশ - west bengal assembly election
চলছে রুটমার্চ। স্পর্শকাতর এলাকায় রুটমার্চের পর এখন গ্রামেগঞ্জে রুটমার্চ করছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ও নির্দিষ্ট থানা এলাকার পুলিশ । কুলটির লছমনপুর এলাকায় রুটমার্চ করতে গিয়ে সাধারণ বাসিন্দাদের প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকে । কুলটির চলবলপুর, লছমনপুর এলাকায় চলছিল রুটমার্চ । পুলিশ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কোনওরকম ভয় আছে কী না জানতে চেষ্ট করছিল । বাসিন্দাদের পাল্টা জবাব, ভোট দিতে কোনও ভয় নেই, কিন্তু গ্রামের যে কাজগুলো বাকি আছে সেগুলো হবে কি না জানতে চাওয়ায় অপ্রস্তুত হয়ে পুলিশ প্রশ্ন এড়িয়ে চলে যায় ।