পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পাইপলাইন থেকে বেরিয়ে আসছে পেট্রল, নিতে হুড়োহুড়ি

By

Published : Jun 26, 2019, 4:27 PM IST

Updated : Jun 26, 2019, 4:34 PM IST

পরিত্যক্ত পেট্রল পাম্পের পাইপ ফুটো হয়ে যায়। জল-কাদা মাখা পেট্রল লুট করতে বালতি, বোতল নিয়ে সোজা পাইপলাইনে নেমে পড়ল স্থানীয়রা । বোতল ভরতি করে তা দিব্যি বাড়িও নিয়ে গেল । ঘটনাটি GT রোডের আসানসোলের মুর্গাসোলের রামবন্ধু তালাউ এলাকার। বছর পঁচিশ আগে, একটি মিনিবাস ওই পেট্রলপাম্পে ঢুকে পড়ে । দুর্ঘটনায় পাম্পে আগুন লেগে যায়। সম্প্রতি ওই এলাকায় পানীয় জলের পাইপ মেরামত করার জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল । তখনই একটি পাইপ ফুটো হয়ে যায়। সেই ফুটো দিয়ে ট্যাঙ্কে জমে থাকা পুরোনো পেট্রল বেরিয়ে আসে। আর তা নিতে শুরু হয় হুড়োহুড়ি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
Last Updated : Jun 26, 2019, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details