জনতা কারফিউ বাঁশদ্রোণীতে - janata curfew in bansdroni
রবিবারের বাঁশদ্রোণী পৌরবাজারের প্রায় সমস্ত দোকান বন্ধ । এছাড়া স্থানীয় বাজার চত্বরের অধিকাংশ দোকান বন্ধ । রয়েছে কয়েকটি সবজি মাছ-মাংসের দোকান । জনতা কারফিউতে এমন চিত্র ধরা পড়লো বাঁশদ্রোণী এলাকায় । বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেরোচ্ছেন না কেউ । রাস্তাঘাট থেকে শুরু করে মেট্রো স্টেশন চত্বর সমস্ত এলাকা জনমানবহীন ।