পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বাগডোগরা বিমানবন্দরে শুরু হল পরিষেবা - bagdogra airport

By

Published : May 28, 2020, 10:18 AM IST

বাগডোগরা বিমানবন্দরে আজ থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী উড়ান পরিষেবা ৷ বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণ্য পি জানিয়েছেন, ‘‘সারাদিনে ছ’টি বিমান চলবে ৷ গুয়াহাটি, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই থেকে বিমান এখানে এসে পৌঁছবে ৷ সকাল 10টায় প্রথম দিল্লি থেকে বাগডোগরার বিমান রয়েছে ৷ 180 জন যাত্রী রয়েছেন ওই বিমানে ৷ দিল্লির উদ্দেশে যে বিমান যাবে, তাতে 120জন যাত্রী আছেন ৷’’ যাত্রীদের লাগেজ ও জুতো স্যানিটাইজ় করা হচ্ছে ৷ বোর্ডিং পাস, পরিচয়পত্র এবং টাচ ফ্রি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details