দুর্গাপুরে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে মহিলা মোর্চা
বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে ৷ অভিযোগের আঙুল তৃণমূলের দিকে ৷ এবার সেই দুর্গাপুরের ফরিদপুর থানার পাঠশাওড়া গ্রামের বিজেপি কর্মী সোমনাথ ভাণ্ডারীর বাড়িতে এসে তাঁর পাশে থাকার বার্তা দিলেন বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব । সংগঠনের সদস্যরা ফরিদপুর থানায় গিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান । বুধবার রাতে লাউদোহা পাঠশাওড়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী সোমনাথ ভাণ্ডারীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে । হামলার প্রতিবাদে গতকাল, বৃহস্পতিবার বিজেপি কর্মীরা এলাকায় বাইক মিছিল করেন, পথ অবরোধ করে দোষীদের গ্রেপ্তারির দাবি জানানো হয় । আজ বিজেপি কর্মীর বাড়িতে আসেন মহিলা মোর্চার জেলা সম্পাদিকা মণীষা শিকদার । বলেন, "বিজেপি করার অপরাধে দলের কর্মীদের উপর নিয়মিত হামলা হচ্ছে ।"