"দিলীপ ঘোষ একাই বাংলায় পরিবর্তন করতে পারে"
"দিলীপ ঘোষ একাই বাংলার পরিবর্তন করতে পারে ।" বললেন দিলীপ ঘোষ নিজেই ৷ আপনি কি পদত্যাগ করতে চেয়েছিলেন ? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "দিলীপ ঘোষ যদি পদত্যাগ করতে চাইত তাহলে এতদিন থাকত না । আমি বুকের উপর পা তুলে রাজনীতি করি । যে সামনে আসবে তার বুকের উপর দাঁড়িয়ে রাজনীতি করব ।" এরপরই তাঁর মন্তব্য, "দিলীপ ঘোষ একাই বাংলার পরিবর্তন করতে পারে ।" তিনি আরও বলেন, "যার আত্মবিশ্বাস না থাকে, বিশ্বাস না থাকে সে বাড়িতে বসে থাক ৷"