ভাঙল বাঁশের সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার দ্বীপাঞ্চলের মানুষের - bridge is broken in howrah
ডিভিসির ছাড়া জলে ভাঙল বাঁশের সেতু । এর ফলে কার্যত বিচ্ছিন্ন হাওড়ার দ্বীপাঞ্চলের কয়েক হাজার মানুষ। হাওড়া দ্বীপাঞ্চলের সাথে মূল ভুখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সেতুটি ভেঙে পড়ল জলের তোড়ে । হাওড়ার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল দুটি বাঁশের সেতু। দিন চারেক আগে জলের তোড়ে ভেঙে গিয়েছিল একটি সেতু ৷ আরেকটি সেতু গতকাল রাত দশটা নাগাদ জলের তোড়ে ভেঙে যায় ।