পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ফিজিক্স নিয়ে পড়তে চায় মাধ্যমিকে তৃতীয় অরিত্র মাইতি - madhyamik

By

Published : Jul 15, 2020, 1:34 PM IST

এবারের মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছে রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র অরিত্র মাইতি ৷ তার প্রাপ্ত নম্বর 690 ৷ জীবনের প্রথম বড় পরীক্ষায় সাফল্য লাভ ৷ এর পুরো কৃতিত্ব বাবা-মা ও শিক্ষকদের দিয়েছে অরিত্র ৷ ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে ৷ পড়াশোনার পাশাপাশি আঁকতে ভালোবাসে বলে জানিয়েছে সে ৷ অরিত্রর সাফল্যে খুশি তার বাবা-মা ও শিক্ষকরা ৷

ABOUT THE AUTHOR

...view details