পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কালনায় বাসের নীচে চাপা পড়ে মৃত্যু ২ বাইক আরোহীর - ২ died in Kalna bus accident

By

Published : Nov 7, 2019, 6:16 PM IST

মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে কালনার সোন্দলপুর মোড়ের কাছে বাস উলটে মৃত্যু হল দুই ব্যক্তির । আহত হয়েছেন কমপক্ষে 45 জন । আহতদের কালনা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । পুলিশ গেলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । নদীয়ার শান্তিপুরের দিক থেকে বাইকে চড়ে কালনার বুলবুলিতলার দিকে যাচ্ছিলেন দুই মোটরবাইক আরোহী । পথে কালনার ধাত্রীগ্রামের কাছে কেষ্টপুর এলাকায় পুলিশ চেকিং দেখে পালানোর চেষ্টা করেন তারা । সেই সময় উলটো দিক থেকে আসছিল গুসকরা-কালনা রুটের একটি বাস । বাইকটিকে বাঁচাতে গিয়ে উলটে যায় বাসটি । বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর । আহত হন কমপক্ষে 45 জন বাসযাত্রী ।

ABOUT THE AUTHOR

...view details