পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ISKCON : কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রতিবাদ-বিক্ষোভ ইসকনের

By

Published : Oct 17, 2021, 10:09 PM IST

বাংলাদেশে তাঁদের মন্দিরে হামলা এবং হিংসাত্মক কাজের প্রতিবাদে এবার কলকাতায় বিক্ষোভ প্রদর্শন করলেন ইসকনের ভক্তরা ৷ রবিবার তাঁরা পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখান ৷ ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস সংবাদমাধ্যমের সামনে একরাশ ক্ষোভের সঙ্গে জানান, বাংলাদেশে তাঁদের মন্দিরে চূড়ান্ত হামলা চালানো হয়েছে ৷ সেখানে গত ন'দিন ধরে এই হিংসা চলছে ৷ তারপরও উপযুক্ত কোনও পদক্ষেপ করা হয়নি ৷ তাই তার প্রতিবাদেই তাঁরা এই বিক্ষোভ দেখাচ্ছেন ৷ এই প্রতিবাদ প্রদর্শন তাঁরা গোটা দেশের পাশাপাশি গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখাবেন ৷ হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details