পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পতাকা উত্তোলনের সময় হাতাহাতি দুই কংগ্রেস নেতার - পতাকা উত্তোলনের সময় হাতাহাতিতে জড়ালেন দুই কংগ্রেস নেতা

By

Published : Jan 26, 2020, 1:52 PM IST

আজ সাধারণতন্ত্র দিবস ৷ মধ্যপ্রদেশের ইন্দোরে সারা দেশের মতোই পালিত হচ্ছে এই দিনটি ৷ সকালে পতাকা উত্তোলন, কুচকাওয়াজের দিকেই দৃষ্টি ছিল সবার । আচমকা একটা আওয়াজ কানে এল ৷ দেখা গেল, শুরু হয়েছে হাতাহাতি । দুই কংগ্রেস নেতা একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন । কী নিয়ে হাতাহাতি ? তা অবশ্য জানা যায়নি । দুই কংগ্রেস নেতা দেবেন্দ্র সিং ও চান্দু খুঞ্জির ইন্দোরের দলীয় কার্যালয়ের সামনে আজ ঝামেলায় জড়িয়ে পড়েন ৷ পরে পুলিশি হস্তক্ষেপে তাঁদের থামানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details