চলছে ট্রায়াল রান, আবার আসছে ডাবল ডেকার ট্রেন - Indian Railways
আবার আসছে ডাবল ডেকার AC ট্রেনের কামরা । ইতিহাস অনেক পুরানো । নব্বইয়ের দশকে প্রথম তৈরি হয়েছিল নন-AC ডাবল ডেকার কামরা । মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন 2009 সালে ডাবল ডেকার AC কামরা চালু হয়েছিল । পরে অবশ্য তা বন্ধ হয়ে যায় । কাপুরতলা রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই অত্যাধুনিক লাল-হলুদ ডাবল ডেকার AC কামরা । । প্রতি কামরায় থাকছে 120 টি আসন । নিচে 70 টি ও দোতলায় 50 টি আসন । এই কামরাগুলি নিয়ে 160 কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে পারে ট্রেন । থাকছে স্লাইডিং ডোর, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, স্মোক ডিটেকটর, CCTV -সবই । থাকছে প্যান্ট্রি কারও । ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টেস্ট রান । দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে দ্রুত এই ট্রেন চালানো হবে ।