বিয়েবাড়িতে জুতোয় নাক ঘষে ধুলো চাটতে হল যুবককে - Mandsaur district
বিয়েবাড়িতে কয়েকজনের গায়ে জলের ছিটে লেগেছিল । জল ছেটানোর অভিযোগে এক যুবককে বেধড়ক মারধর করল উত্তেজিত জনতা । মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার নগর পিপলিয়া গ্রামের ঘটনা । এই ঘটনার জেরে তাঁকে জুতোয় নাক ঘষিয়ে ধুলো চাটাতে বাধ্য করা হয় । এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ।