3 জঙ্গিকে খতম করে 'জোশ' জওয়ানদের - জম্মুর রামবান জেলা
জম্মুর রামবান জেলায় 3 জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী । এলাকার একটি বাড়ি দখল করে সেখানে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা । বাড়ির বাসিন্দাদের বন্দী করে রেখেছিল ৷ জঙ্গিদের খতম করে সবাইকে উদ্ধার করেন জওয়ানরা ৷ এরপর জওয়ানরা আনন্দে মেতে ওঠেন ৷