পুলওয়ামায় বিস্ফোরক ভরতি গাড়ি নিষ্ক্রিয় করল বম্ব স্ক্যয়াড - বম্ব স্কোয়াড
বড়সড় সন্ত্রাসবাদী হামলা এড়ানো সম্ভব হল জম্মু-কাশ্মীরের পুলওয়ামা পুলিশের তৎপরতায় ৷ গতকাল রাতে পুলওয়ামা পুলিশের কাছে সূত্র মারফত খবর আসে, একটি গাড়িতে 20 কেজি IED বিস্ফোরক নিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা ৷ তৎপর হয় পুলিশ, CRPF ও সেনাবাহিনী ৷ শুরু হয় তল্লাশি অভিযান ৷ ধরা পড়ে বিস্ফোরক ভরতি গাড়িটি ৷ তবে কয়েক রাউন্ড গুলি চালিয়ে গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক ৷ গাড়ি থেকে একটি ড্রাম ভর্তি IED বিস্ফোরক উদ্ধার হয় ৷ আজ সকালে বম্ব ডিসপোজ়াল স্কয়্যাড গাড়িটির মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে ৷ দেখুন ভিডিয়ো..........