Local Train Service : ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, শিকেয় করোনা বিধি - Local Train Service
ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল ৷ সুকুমারের সৃষ্ট সাহিত্যকে মান্যতা দিয়েই যেন রাজ্যে চালু হল লোকাল ট্রেন ৷ কারণ দু'দিন আগে চলা স্টাফ স্পেশাল ট্রেনগুলোই নাম বদলে রবিবার থেকে স্বাভাবিক পরিষেবা দেওয়া শুরু করল ৷ তবে সংখ্যায় তা বাড়ল ৷ কিন্তু রাজ্য় সরকারের নির্দেশিকা অনুযায়ী 50 শতাংশ যাত্রী নিয়ে চালু হল লোকাল ট্রেনে আদৌ কি বিধি মানা সম্ভব ? রবিবার লোকাল ট্রেন চালু হলেও চিত্রটা পরিষ্কার হল সোমবার, অর্থাৎ সপ্তাহে কাজের প্রথম দিন ৷ লোকাল চালু হওয়ায় কিছুটা সুবিধা হলেও তাতে 50 শতাংশ যাত্রী নিয়ে চলার নির্দেশিকা মান্যতা পাচ্ছে না, দাবি যাত্রীদের ৷ সকলে সচেতন না হওয়ায় স্বাভাবিকভাবেই শিকেয় করোনা-বিধি ৷
Last Updated : Nov 1, 2021, 5:04 PM IST