হেড কনস্টেবল সুর তুললেন ব্যাটনে : দেখুন ভিডিয়ো - baton
চন্দ্রকান্ত এস হুতাগি । কর্নাটকের হুবালি থানার হেড কনস্টেবল । নিজের ফাইবারের তৈরি ব্যাটনকে বদলে ফেলেছেন বাঁশিতে । তিনি বলেন, "স্কুলে পড়ার সময় থেকেই শখ ছিল বাঁশি বাজানোর । চিক্কামগলুরুর দাত্তা পিতাতে সাতদিনের জন্য কাজে গেছিলাম । কাজ শুরুর অনেক আগে আমাদের পৌঁছে যেতে হত । তখনই এই বুদ্ধি মাথায় আসে । ব্যাটনটাকেই বাঁশি বানিয়ে ফেলি । আমার ডিপার্টমেন্টেরও সবাই এতে খুশি । এখন আমার ব্যাটনটি দু'টো কাজেই লাগে । আইনরক্ষাও করা হয় । আবার অবসরে বাঁশি হিসেবেও বাজানো যায় ।"