গান্ধির বিক্রি করা রুপোর থালা আজও ত্রিবেদী পরিবারের সম্পদ - package
অস্পৃশ্যতার অন্যায় রীতিকে দূর করতে দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেছিলেন গান্ধি । দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে এই বিষয়ে অবগত করতেন গান্ধি । সেরকমই এক সফরে ছিন্দওয়ারা গেছিলেন গান্ধি । 1933 সালেন 29 সেপ্টেম্বর । সেখানকার ভুদওয়ারি বাজারে একটি সভায় বক্তৃতা রেখেছিলেন গান্ধি । সেই সভায় থাকা একজন গান্ধিকে একটি রুপোর থালা উপহার দেন । তাতে গান্ধির ছবি খোদাই করা ছিল । তবে অত ভিড়ের মধ্যে পরবর্তীতে সেই উপহার প্রদানকারীর পরিচয় জানা যায়নি । পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতে গান্ধি সেই থালাটি 501 টাকায় বিক্রি করেছিলেন ছিন্দওয়ারার স্থানীয় নেতা গোবিন্দরাম ত্রিবেদীর কাছে ।