সাধারণতন্ত্রে তাক লাগানো স্টান্ট CRPF মহিলা ডেয়ারডেভিলসদের - ডেয়ারডেভিলস যDaredevils of CRPF
71তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে CRPF-এর 21জন মহিলা জওয়ান তাক লাগালেন ৷ মোটরসাইকেলে অসাধারণ স্টান্ট (কসরৎ) দেখালেন তাঁরা ৷ ASI অনিতা কুমারীর অধিনায়কত্বে বানানো হয় এক মানব-পিরামিড ৷ পাঁচটি মোটরসাইকেলে সওয়ার 21 জনের ওই মানব-পিরামিড প্রশংসা পায় সকলের ৷ দেখে নিন সেই ভিডিয়ো...