নিজের খাবার বিশেষ ভাবে সক্ষম নাবালককে খাইয়ে দিলেন CRPF জওয়ান - FOOD
এক নাবালককে হাতে করে খাবার খাইয়ে দিচ্ছেন এক জওয়ান । মুখে লেগে থাকা খাবার মুছে দিচ্ছেন অন্য হাত দিয়ে । আবার জলের গ্লাস নাবালকের মুখে ধরছেন । আর এই ভিডিয়ো সোশাল মিড়িয়ায় ভাইরাল হওয়ার পর ওই জওয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । জানা গেছে, ওই CRPF জওয়ানের নাম ইকবাল সিং । চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে জঙ্গি হামলার সময় একটি গাড়ির চালকের আসনে ছিলেন । হামলার পর আহতদের সেবায় লেগে পড়েছিলেন তিনি । বর্তমানে শ্রীনগরের নওয়াকাদালে পোস্টিং হয়েছে তাঁর । সেখানেই খাবার খাওয়ার সময় নাবালককে দেখতে পেয়ে খাবার বাড়িয়ে দেন । তারপর জানতে পারেন, নাবালক বিশেষ ভাবে সক্ষম । তখন নিজের হাতে তাকে খাইয়ে দেন । সেই ভিডিয়ো পোস্ট করে CRPF ।