ছাড়া হল মাইথনের জল, রাজ্যে জারি সতর্কতা - west bengal
প্রবল বৃষ্টির জেরে ধানবাদের জামতাড়ায় জারি সতর্কতা । বৃষ্টির জন্য মাইথন বাঁধ থেকে ৪৫ হাজার কিউসেক ও পাঞ্চেত বাঁধ থেকে 20 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে । ফলে বিহার সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নিম্ন এলাকা ইতিমধ্যেই প্লাবিত । রাজ্যে জারি সতর্কতা ।