আগ্রায় ফ্লাইওভার থেকে নিচে পড়ল ট্যাঙ্কার, মৃত তিন : দেখুন ভিডিয়ো - আগ্রা
আগ্রা (উত্তরপ্রদেশ), 18 জুন : আগ্রা বাইপাস ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ট্রাক দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে তিনজনের ৷ আজ ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বাইপাসের ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় রেলিং ভেঙে নিয়ে পড়ে যায় জ্বালানি ভরতি ওই ট্যাঙ্কারটি ৷ নিচে পাথর থাকার কারণে ট্যাঙ্কারটি ফুটো হয়ে যায় ৷ যার জেরে ঘটে বিস্ফোরণ ৷ বিস্ফোরণে ট্যাঙ্কারের চালকসহ তিন সহকারীর মৃত্যু হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই তিন ব্যক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৷
Last Updated : Jun 18, 2020, 6:43 PM IST