পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

27 Feet Gopal Idol : শান্তিপুরে দোলযাত্রায় 27 ফুটের গোপাল মূর্তি - 27 Feet Gopal Idol Being Built in Shantipur Eve of Dolyatra

By

Published : Mar 16, 2022, 11:15 AM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

দোলযাত্রা উপলক্ষে 27 ফুটের গোপাল তৈরি করছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারির উদ্যোক্তারা (27 Feet Gopal Idol Being Built in Shantipur Eve of Dolyatra) ৷ এ বার 58তম বছরে নদিয়ার ঐতিহ্যবাহী এই গোপাল পুজোর ৷ প্রতিবার 25 ফুটের গোপাল তৈরি করে উদ্যোক্তারা ৷ কিন্তু, গত দু’বছর করোনা সংক্রমণের জেরে বন্ধ ছিল পুজোর জাঁকজমক ৷ তাই করোনার প্রভাব কিছুটা কমায়, এ বার ফের একবার বড় করে দোলযাত্রায় গোপাল পুজোর আয়োজন করেছে শান্তিপুরের সুত্রাগড় চর বারোয়ারি ৷ আর দু’বছর পুজো বন্ধ থাকায় এ বার গোপালের মূর্তির উচ্চতা 2 ফুট বাড়ানো হয়েছে ৷ 25 ফুটের বদলে 27 ফুটের গোপাল পুজো হবে দোলযাত্রায় ৷ এই গোপাল পুজোকে কেন্দ্র করে সুত্রাগড়ে বড় মেলাও বসে ৷ দু’বছর পর মেলার সেই জমজমাট ছবি আবারও ফিরে আসছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details