পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Yoga Poses : পেটের অতিরিক্ত চর্বি হয়ে দাঁড়াচ্ছে সমস্যার কারণ ? দেখে নিন কিছু সহজ যোগ ব্যায়াম

শরীরে অতিরিক্ত চর্বি হয়ে দাঁড়ায় নানা রোগের কারণ ৷ যোগব্যায়ামের মাধ্যমে কিন্তু খুব সহজেই কমানো যায় পেটের চর্বি ৷ দেখে নিন উপায় (How to Lose Weight with Yoga)৷

How to Lose Weight with Yoga
পেটের অতিরিক্ত চর্বি হয়ে দাঁড়াচ্ছে সমস্যার কারণ? দেখে নিন কিছু সহজ যোগ ব্যায়াম

By

Published : Apr 28, 2022, 10:56 AM IST

হায়দরাবাদ :ওজন কমানোর একটি অসাধারণ উপায় হল নিয়মিত যোগব্যায়াম ৷ এটি জিমে ওয়ার্কআউট করার থেকেও অনেক বেশি নিরাপদ ৷ শুধু তাই নয় যোগব্যায়ামের জেরে পেশিতেও অপ্রয়োজনীয় স্ট্রেন কম পড়ে এবং প্রাকৃতিক উপায়েই চর্বি কম করা যেতে পারে ৷ বিশেষত এক্ষেত্রে জটিলতা তৈরি হয় পেট নিয়ে ৷ পেটে জমা অতিরিক্ত চর্বি কমানো খুবই কঠিন ৷ তবে বিশেষ কিছু ব্যায়াম আছে যা পেটের চর্বি কমাতে সাহায্য করে ৷ দেখে নিন এমন কিছু যোগ ব্যায়ামের পদ্ধতি যা পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে (How to Lose Weight with Yoga) ৷

জানু শীর্ষাসন :

  1. মেঝেতে ডান পা ছড়িয়ে বসুন ৷
  2. বাম হাঁটুটি মুড়ে রাখুন এবং নিশ্চিত করুন যে আপনার বাম পায়ের পাতা ডানপায়ের উরুর উপরে রয়েছে ৷
  3. লম্বা শ্বাস নিন এবং দুই হাত ওপরের দিকে তুলুন ৷
  4. শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে সামনের দিকে ঝুঁকে ডান পা ছোঁয়ার চেষ্টা করুন ৷
  5. কিছুক্ষণ এভাবেই বসে থাকুন ৷ (1-15 অবধি গুনতে পারেন )
  6. একইভাবে বাম পা সামনের দিকে ছড়িয়ে একই ব্যায়াম অভ্যাস করুন ৷
    জানু শীর্ষাসন

হলাসন:

  1. চিত হয়ে শুয়ে হাত দুপাশে ছড়িয়ে দিন ৷
  2. এবার দুই পা একসঙ্গে ওপরের দিকে তুলুন প্রথমে 30 ডিগ্রি তারপর 60 ডিগ্রি এবং সবশেষে একে বারে মেঝের সঙ্গে লম্ব ভাবে ৷
  3. কোমরে হাত রেখে এবার পা দুটিকে মাথার পিছনের দিকে ঠেলে দিন ৷
  4. চেষ্টা করুন যাতে মাথার পিছনের দিকে পায়ের আঙুল মেঝে স্পর্শ করে ৷
  5. শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক রাখুন ৷
    হলাসন

ভুজঙ্গাসন:

  1. উপুর হয়ে শুয়ে পড়ুন ৷
  2. আপনার পাঁজর বরাবার মেঝেতে উপুর করে হাত রাখুন ৷
  3. এবার লম্বা শ্বাস নিয়ে হাতের চাপে আপনার শরীরের উপরিভাগকে উপরের দিকে তোলার চেষ্টা করুন ৷
  4. শ্বাসপ্রশ্বাসের গতি স্বাভাবিক রাখুন ৷
  5. 30 সেকেন্ড এভাবেই থাকার পর বিশ্রাম নিন ৷
    ভুজঙ্গাসন

আরও পড়ুন : কোভিডের নতুন ভ্যারিয়্যান্টের হাত থেকে কী করে সুরক্ষিত রাখবেন বাচ্চাদের !

ধনুরাসন :

  1. উপুর হয়ে শুয়ে পড়ুন ৷
  2. হাঁটু মুড়ের পা উপরের দিকে তুলুন এবং দুই হাত দিয়ে দুই পাকে ধরে রাখুন ৷
  3. লম্বা শ্বাস নিন এবং বুক মাটি থেকে তোলার চেষ্টা করুন ৷
  4. 20 সেকেন্ড এই অবস্থায় থাকুন ৷
  5. তারপর শ্বাস ছাড়তে থাকুন ৷
    ধনুরাসন

ABOUT THE AUTHOR

...view details