হায়দরাবাদ: উজ্জ্বল ত্বক চায় না, এমন একজনকে খুঁজে পাওয়া দুষ্কর ৷ অনেকেই মনে করেন উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য নানা রকম যত্ন ও পণ্য সামগ্রীর ব্যবহার করা প্রয়োজন ৷ কিন্তু এাই যথেষ্ নয় ৷ প্রাকৃতিকভাবে বিশেষ কিছু আসনের মাধ্যমেও ত্বক রাখা যায় সুন্দর ৷ ধরে রাখা যায় উজ্জ্বলতা ৷ স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে এই তিনি আসন করুন নিয়ম মেনে ৷
সর্বাঙ্গাসন:এই আসনটি আপনার ত্বকের উজ্জ্বল্যতা বাড়তে সাহায্য করে ৷ এই আসন করলে রক্তপ্রবাহ মাথা ও মুখে পৌঁছয় ৷ ফলে ত্বক বেশি পরিমাণে অক্সিজেন পায় ৷ আর যদি প্রয়োজন মতো অক্সিজেন ত্বকে পৌঁছয় তাহলে তা অবাধে শ্বাস নিতে পারে৷ যে কারণে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি, ত্বকে ভাঁজ পড়া কমে যায় ৷
হলাসন:এই আসনও আপনার ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তুলতে ভীষণভাবে সহায়ক ৷ নিয়মিত এই আসনটি করলে, পরিপাকতন্ত্র সম্পূর্ণ সুস্থ থাকে ৷ স্বাভাবিকভাবেই পরিপাকতন্ত্র সুস্থ থাকলে, ত্বকের উজ্জ্বলতা এমনই বাড়বে । এছাড়াও এই আসনটি করার মধ্য দিয়ে মুখের দিকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ৷ এর ফলে ত্বক টানটান হয় ৷ ত্বকে সঠিকভাবে রক্ত প্রবাহ হলে ফ্রি র্যাডিকেল যেকে যে ক্ষতি হয়, তা থেকে রক্ষা পায় ত্বক ৷