পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Virginity Restoring Surgeries : ভারতে কেন বাড়ছে সার্জারির মাধ্য়মে কুমারীত্ব ফেরানোর ট্রেন্ড - Restoring Virginity Becoming a Trend in India

সার্জারির মাধ্য়মে কুমারীত্ব ফিরে পেতে চান এমন মহিলাদের সংখ্য়া ভারতে ক্রমশই বাড়ছে (Restoring Virginity Becoming a Trend in India) ৷ কিন্তু এর পিছনে ঠিক কী কারণ রয়েছে কী বলছেন চিকিৎসকরা ?

Virginity Restoring Surgeries
ভারতে কেন বাড়ছে সার্জারির মাধ্য়মে কুমারীত্ব ফেরানোর ট্রেন্ড ?

By

Published : Apr 13, 2022, 7:16 PM IST

হায়দরাবাদ :অস্ত্রোপচারের মাধ্য়মে কুমারীত্ব ফিরে পেতে চান এমন মহিলাদের সংখ্য়া ভারতে ক্রমশই বাড়ছে (Restoring Virginity Becoming a Trend in India) ৷ শুধু যে মেট্রো শহরগুলিতেই এর চাহিদা তা কিন্তু নয়, অনেক ছোটশহরেও এর চাহিদা রীতিমত বেড়েছে ৷ কসমেটিক সার্জন ডাঃ অশ্বিন দাশ বলেন, "মেয়েরা দ্বিধাহীনভাবে 'হাইমেনোপ্লাস্টি' করাতে আমার কাছে আসছে ৷ এটি এমন একটি সার্জারি যা কুমারীত্ব পুনরুদ্ধার করতে সাহায্য করে । এই মহিলাদের মধ্যে তাঁদের সংখ্যাই বেশি যাঁরা বিয়ে করতে চলেছেন ৷"

ভারতে এটা বিশ্বাস করা হয় যে একজন মহিলা শুধুমাত্র সেই পুরুষের সঙ্গেই সঙ্গম করবেন যিনি তাঁর স্বামী ৷ বিবাহের আগে ঘনিষ্ঠ সম্পর্ক ভারতে অস্বীকৃত ৷ তাই ভারতে ভার্জিনিটি একটি সংবেদনশীল সমস্যা ৷ অন্যদিকে পুরুষের ক্ষেত্রে এটা বিচার করা হয় না ৷ শুধু যে এই সমস্য়া সামাজিক তা কিন্তু নয় এক্ষেত্রে জড়িয়ে আছে পুরুষের ভাবনাও ৷ পুরুষও একজন কুমারী মেয়েকেই বিবাহ করতে চায় ৷ বিবাহের জন্য় মেয়ে নির্বাচনের ক্ষেত্রেও এটি একটি প্রধান মাপকাঠি ৷

এই চিকিৎসায় মূলত অস্ত্রোপচারের মাধ্যমে হাইমেনের পুনরুদ্ধার করা হয় ৷ একটি পাতলা টুকরো বা মিউকোসাল টিস্যু যা বাইরে থেকে মহিলাদের যৌনাঙ্গকে আংশিকভাবে ঢেকে রাখে ৷ প্রথম দৈহিক মিলন বা মাঝে মাঝে অন্য কারণেও এটি ছিঁড়ে যায় । এক্ষেত্রে 30 মিনিটেরও কম সময় লাগে । গড়ে প্রায় 50,000 টাকা খরচ হয় এর জন্য ।

আরও পড়ুন : বাইরে তীব্র দাবদাহ, রোজা রেখে সুস্থ থাকবেন কীভাবে ? দেখে নিন

বিশেষজ্ঞরা বলেন সাধারণত বিয়ের মরশুমে এই সার্জারির প্রবণতা বেড়ে যায় ৷ চিকিৎসকরা বলেন মহিলাদের শরীরে এটা যতখানি প্রভাব না ফেলে তার থেকেও অনেক বেশি প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য়ের ওপর ৷ নিজের জীবনে এবং জীবন সঙ্গীর কাছে একটি মিথ্যা নিয়ে বেঁচে থাকা খুবই চ্যালেঞ্জিং ৷ এটি তাদের সম্পর্কের ওপরেও বড় প্রভাব ফেলতে পারে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details