হায়দরাবাদ: কোভিড-19 গত দুই বছর ধরে বিশ্বজুড়ে অতিমারির আকার ধারণ করেছিল ৷ এই অতিমারিতে অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন ৷ শুধু কোভিড-19 নয়, এর সঙ্গে যুক্ত বিভিন্ন রূপও বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করছে গত দুই বছরে ৷ এখন অনেক স্বস্তি থাকলেও আরেকটি নতুন ভাইরাস এসেছে ফের আতঙ্ক ছড়িয়েছে ৷
করোনা ভাইরাসের পর আবারও ফিরে আসছে জিকা ভাইরাস ৷ যা কর্ণাটকে ইতিমধ্যেই এর অস্তিত্ব লক্ষ্য করা গিয়েছে (Zika virus knocks in Karnataka) ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেএস সুধাকর বলেন, "পাঁচ বছরের একটি মেয়ে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ৷ কারণ এটি রাজ্যে প্রথম কেস । এই ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ।"
কী এই জিকা ভাইরাস (What Is Zika Virus):
এডিস মশার কামড়ে জিকা ভাইরাসের সংক্রমণ ছড়ায় । এটি ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো সংক্রমণ ছড়াতেও কাজ করে । WHO-এর মতে, ভাইরাসটি প্রথম শনাক্ত করা হয়েছিল 1947 সালে উগান্ডায় ।
ভারতে প্রথম জিকা ভাইরাস
ভারতে 2017 সালে গুজরাতে তিনটি এবং তামিলনাড়ুতে একটি কেস নিশ্চিত করা হয়েছিল 2018 সালের সেপ্টেম্বরে ৷ রাজস্থানের জয়পুরে জিকা ভাইরাসের প্রথম কেস রিপোর্ট করা হয়েছিল। এরপর দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি ।