হায়দরাবাদ: জীবনে অর্থনৈতিক ভারসাম্য থাকাটা খুব দরকার ৷ স্বচ্ছল জীবনের স্বপ্ন প্রত্য়েকের ৷ টাকা ছাড়া এক পাও চলা দায় ৷ যার টাকা থাকে না, তাকে যে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তা একমাত্র সেই জানে ৷ সেক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পেতে পারে যদি এই বাস্তুটিপস মেনে চলা যায় ৷ বাস্তুশাস্ত্র বলছে, যেখানে আমরা টাকা রাখি, অর্থাৎ সেটা হতে পারে কোনও লকার রুম বা আলমারির কোনও লকার, তার অবস্থান যেমন গুরুত্বপূর্ণ তেমনি, সেই লকার রুম সঠিকভাবে যত্ন নেওয়ারও নিদান দেয় বাস্তুশাস্ত্র ৷ জলের মতো টাকা খরচ হওয়া বন্ধ হবে ৷ ঘরে আসবে লক্ষ্মী ৷
- প্রথমেই বলা যাক, টাকা রাখার লকার কোনদিকে রাখবেন ৷ বাস্তুমতে, লকার হওয়া উচিত দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব কোণে ৷ এই স্থান ভগবান কুবেরের দিক হিসাবে নির্দেশিত ৷ তাই যদি আলমারির লকার রাখেন তা দেখে নেবেন যেন এই দিক মেনে হয় ৷ এছাড়া লকার যখন খুলছেন, দেখে নেবেন যেন আপনার মুখ থাকে দক্ষিণ দিকে, লকার খুলবে উত্তর দিকে ৷ অথবা আপনার মুখ থাকবে পশ্চিম দিকে, লকার খুলবে পূর্ব দিকে ৷
- বাস্তু অনুসারে, আর্থিক মন্দা কাটাতে, লকারের আকৃতির দিকেও নজর দেওয়া উচিত ৷ লকার হওয়া উচিত বর্গাকার অথবা আয়তকার ৷ অন্য কোনও ধরনের লকার বয়ে আনতে পারে আর্থিক দুর্ভাগ্য ৷
- লকার রুম বা আলমারিতে লকার বানিয়ে ব্যবহার করেন প্রত্যেকেই ৷ মাথায় রাখুন, সেই লকার বা আলমারি যেন কখনওই দেওয়ালে ঠেকে না থাকে ৷ অনন্ত এক ইঞ্চিও যেন ফাঁকা জায়গা থাকে আলমারি বা লকারের থেকে দেওয়ালের ৷ এমনকী, উত্তর-পশ্চিম ও দক্ষিণ পশ্চিম কোণে লকার কখনওই ব্যবহার করবেন না ৷
- নিজের লকার কখনও অগোছালো রাখবেন না ৷ লকার হওয়া উচিত, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ৷ যে জায়গায় আপনি টাকা-পয়সা রাখছেন, সেই জায়গা যদি নোংরা, অগোছালো হয়, তাহলে তার প্রভাব পড়ে আর্থিক জীবনেও ৷
- জোর দিন রঙের দিকে ৷ লকারের রঙ বেছে নিন লাল, সবুজ, হলুদ ও নীল রঙের ৷ এই রং সম্পদ ও তা বৃদ্ধির ইতিবাচক দিক তুলে ধরে ৷ ব্যবহার করবেন না, ধূসর অথবা কালো রঙের কোনও লকার ৷ এছাড়া ব্যবহার করুন কাঠের লকার ৷
- লকারের ভিতর রাখুন সমৃদ্ধির কোনও ছাপ বা ছবি ৷ যেমন, ভগবান লক্ষ্মীর ছবি, ফোটা পদ্ম অথবা উদিত সূর্যের ছবি বা প্রতীক ৷ এই ধরনের জিনিস ইতিবাচক শক্তি প্রবেশে সহায়তা করে ৷