হায়দরাবাদ: ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার । ব্রণ কিংবা ত্বকের কালচে দাগ দূর করতে অ্যালোভেরা ব্যবহার করা হয় । অনেকে জানেন না, ওজন কমাতেও অ্যালোভেরা খাওয়া যেতে পারে । তবে আপনি যদি নিয়ম করে অ্যালোভেরার জুস খান তাহলে ওজন কমতে পারে ৷ কীভানে খাবেন (Weight loss)?
অ্যালোভেরায় অ্যালোইন নামে এক ধরনের প্রোটিন পাওয়া যায় । কিন্তু প্রোটিন তো আর শরীরের চর্বি গলাতে সাহায্য করে না । প্রোটিন সরাসরি আপনার দেহের চর্বি ঝরাতে ভূমিকা রাখে না । কিন্তু দেহে জমে থাকা টক্সিন দূর করতে প্রোটিনের ভূমিকা আছে । তাছাড়া অ্যালোভেরায় প্রচুর পরিমাণে ভিটামিন-বি পাওয়া যায় । এই উপাদান দেহের মেদ দূর করতে এবং ক্যালোরি খরচ করতে সাহায্য করে ।
তবে অ্যালোভেরা আপনাকে সঠিক উপায়ে খেতে হবে ৷ জেনে নেওয়া যাক কীভাবে মেদ ঝরাতে অ্যালোভেরা খাবেন :