হায়দরাবাদ: হিন্দু সংস্কৃতিতে প্রকৃতিকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে । এই কারণে অনেক গাছ-গাছালিও পূজনীয় বলে বিবেচিত হয়েছে । একইভাবে আম গাছেরও রয়েছে বিশেষ গুরুত্ব । এর পাতা থেকে কাঠ পর্যন্ত শুভ কাজে ব্যবহৃত হয় । বাস্তুশাস্ত্রে আম পাতার কিছু প্রতিকারের কথা বলা হয়েছে ৷ যা করলে মানুষ অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পায় । জেনে বাস্তুমতে আমপাতার গুরুত্ব ৷
আম গাছের গুরুত্ব
বিবাহ, পুজো ইত্যাদি শুভ কাজে আমের পাতাকে শুভ বলে মনে করা হয় । এটি ছাড়া কোনও শুভ কাজই সম্পূর্ণ নয় বলে গণ্য হয় । এটি বিশ্বাস করা হয় যে আম পাতাকে শুভ কাজে ব্যবহার করলে নেতিবাচক শক্তি কাজে বাধা দেয় না।
এই বাস্তু প্রতিকার করুন
জ্যোতিষশাস্ত্রে আম গাছকে মঙ্গল গ্রহের কারক হিসেবে বিবেচনা করা হয়েছে । তাই শুভ কাজে এর পাতা ব্যবহার করা হয় । বাড়ির মূল দরজায় আমের পাতা ঝুলিয়ে রাখলে পরিবারের অশুভ নজর পড়ে না । এর সঙ্গে নেতিবাচক শক্তিও ঘরে প্রবেশ করে না । যার কারণে ঘরে থাকে সুখ-সমৃদ্ধি ।