হায়দরাবাদ: পুষ্টি, ভিটামিনের অভাবে এবং দূষণের কারণে চুল পড়ার সমস্যা বাড়ছে । এটি প্রতিরোধ করতে বিভিন্ন ধরনের চুলের পণ্য ব্যবহার করা হয় । চুল ঝলমলে ও সুন্দর করতে শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো অবশ্যই দরকার । কিন্তু বাজারে যেসব কন্ডিশনার পাওয়া যায় সেগুলি রাসায়নিক পদার্থ থাকে ৷ যা চুলকে সুন্দর করার পরিবর্তে ক্ষতি করতে পারে ৷ যদি আপনার চুল লম্বা, ঘন এবং মজবুত রাখতে চান তাহলে এর জন্য আপনাকে এর সঠিক যত্ন নিতে হবে । তাই কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে চুলের প্রয়োজনীয় মাস্ক তৈরি করুন ৷
তরমুজ-পেঁপে: পাকা পেঁপে ও তরমুজ মিশিয়ে পেস্ট চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত লাগান । শুকানোর পর স্নান করলে ভালো ফল পাওয়া যাবে । এছাড়াও এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের শুষ্কতা ও বলিরেখার সমস্যা প্রতিরোধ করে ৷
আরও পড়ুন: হজমের উন্নতি, ভালো ঘুম! পোস্ত পাতে থাকলে স্বাস্থ্য থাকবে হাতের মুঠোয়
কলা-নারকেলের দুধ: এগুলি চুলকে ঘন ও মজবুত করে । ম্যাশ করা কলায় কিছুটা পরিমাণ নারকেলের দুধ যোগ করুন এবং মেশান । এই মিশ্রণটি মাথার ত্বকে লাগান এবং হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ৷