হায়দরাবাদ:পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস- নামের সঙ্গে আজকাল সকলেই পরিচিত ৷ বয়ঃসন্ধিকালীন মেয়েদের অনেকেই এই সমস্যায় ভুগছেন ৷ বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানিয়েছেন, পিসিওএস এমন একটা ব্যধি যা ক্রমশ ছড়িয়ে পড়ছে ৷ এর অন্যতম মূল কারণ জেনেটিক, দ্বিতীয়ত অস্বাস্থ্যকর জীবনযাত্রা ৷
পলিসিস্টিক ওভারি সিনড্রোম আসলে কী? পিসিওএস সিন্ড্রোমে মেয়েদের ডিম্বাশয় বেশি পরিমাণে অ্যান্ড্রোজেন তৈরি করে, যা মূলত ছেলেদের হরমোন ৷ প্রধানত, মেয়েদের শরীরে এই হরমোন খুব কম থাকে ৷ কিন্তু পিসিওএসের ক্ষেত্রে এই হরমোন বেশি তৈরি হয় মেয়েদের শরীরে ৷ যা ক্ষতিকর প্রভাব ফেলে ৷ শুধু তাই নয়, চিকিৎসকদের মতে, ডিম্বাণু তৈরি হওয়ার জন্য যে হরমোনের প্রয়োজন হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে না-থাকলে ডিম্বাণু মেয়েদের শরীরে তৈরি হয় না ৷ যা পরবর্তী সময়ে ডিম্বাশয়ের বাইরে ছোট ছোট সিস্ট তৈরি করে ৷ সেই থেকেই এই রোগ বাড়তে থাকে ৷
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল ৷ সেখানেই চিকিৎসকরা মহিলাদের মধ্যে এই সিনড্রোম নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেন ৷ বিশেষজ্ঞদের মতে, পিসিওএস-এ আক্রান্ত মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতা এবং বিপাকের সমস্যা রয়েছে। পিরিয়ডসের অনিয়ম থেকে শুরু করে বন্ধ্যাত্বের মতো কঠিন সমস্যা তৈরি করতে পারে পিসিওএস ৷ পাশাপাশি, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা এবং মানসিক সমস্যার মতো অন্যান্য রোগের কারণের নেপথ্য থাকে পিসিওএস ৷