পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

World Day against Child Labour 2023: আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস ! জেনে নিন বিস্তারিত - শিশুশ্রম

প্রতি বছর 12 জুন বিশ্বব্যাপী শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয় । তো চলুন জেনে নেওয়া যাক কখন এবং কী কারণে এই দিনটি পালিত হয়েছিল ।

World day against Child labour 2023 News
আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস

By

Published : Jun 12, 2023, 7:05 AM IST

হায়দরাবাদ: শিশুশ্রমের সবচেয়ে বড় কারণ দারিদ্র । তাই শিশুদের শ্রমিক হিসেবে কাজ করতে হয় । দারিদ্র্য দূরীকরণে অনেক বছর সময় লাগবে ৷ তবে অনেক সংস্থা শিশুশ্রম বন্ধে কাজ করছে । তাতে কিছুটা সাফল্যও এসেছে । আসুন জেনে নিন কীভাবে এবং কখন এই দিবসটি উদযাপন শুরু হয়েছিল ।

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের ইতিহাস: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) প্রথম শিশুশ্রম প্রতিরোধের বিষয়টি উত্থাপন করে । 2002 সালে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস হয় । যার অধীনে 14 বছরের কম বয়সি শিশুদের শিশুশ্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হতো । ইন্টারন্যাশনাল লেবার ইউনিয়নের (আইএলও) 187টি সদস্য দেশ রয়েছে । বিশ্বজুড়ে শ্রমের অবস্থার উন্নতির জন্য আইএলও বেশ কয়েকটি কনভেনশন পাস করেছে । এটি মজুরি, কাজের সময়, অনুকূল পরিবেশ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা প্রদান করে । 138টি অবলম্বন করে জনসাধারণের দৃষ্টি নিবদ্ধ করা হয়েছিল চাকরির জন্য সর্বনিম্ন বয়সের উপর । যার লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলির জন্য কর্মসংস্থানের ন্যূনতম বয়স বাড়ানো এবং শিশুশ্রম দূর করা ।

আরও পড়ুন:ব্রেন টিউমার মানেই কিন্তু মৃত্যু নয় ! বার্তা চিকিৎসকের

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসের তাৎপর্যঃ দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ শিশুশ্রম । তাই শিশুরা শিক্ষার পরিবর্তে জোর করে শ্রমের পথ বেছে নেয় । এছাড়া সংগঠিত অপরাধ চক্রের কারণে অনেক শিশু শিশুশ্রমে বাধ্য হচ্ছে । তাই বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল এসব বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা । যাতে শিশুদের শিশুশ্রম থেকে বিরত রাখা যায় ।

কীভাবে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উদযাপন করা যায় ?

অনেক সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, সুশীল সমাজ, অলাভজনক সংস্থা শিশু শ্রম সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সেমিনার এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করে এবং শিশুশ্রমকে সহায়তা করার জন্য নির্দেশিকা সংজ্ঞায়িত করে ।

আরও পড়ুন: আজ বিশ্ব ব্রেন টিউমার দিবস ! জেনে নিন বিস্তারিত

ABOUT THE AUTHOR

...view details