নতুন একটি গবেষণা বলছে, পূর্ণবয়স্ক শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে মাস্ক ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ কারণ মাস্ক পড়া এবং হাঁপানির উপসর্গ বৃদ্ধির মধ্য়ে সরাসরি যোগাযোগ রয়েছে (Effects Of Mask Wearing on Adult Asthma Patients) ৷ গবেষণাটি প্রকাশিত হয়েছে, ‘দ্য জার্নাল অফ অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি’ নামক একটি জার্নালে ৷
অ্যাস্থামার রোগীদের ক্ষেত্রে মাস্ক পড়ার প্রভাব:
ইউনিভার্সিটি অফ ইলিনয়েস শিকাগোর গবেষকরা একটি অনলাইন সমীক্ষায় প্রায় 501 জন অ্যাস্থামা রোগীর উপর এই গবেষণা চালিয়েছেন ৷ তাঁদের লক্ষ্য ছিল কোভিডের এই সময়কালে মাস্ক ব্যবহারের জন্য় এধরণের রোগীদের আলাদা কোনও অসুবিধা হচ্ছে কিনা তা খুঁজে বের করা ৷ যদিও অংশগ্রহণকারীরা প্রত্য়েকেই জানিয়েছেন তাঁরা বাইরে বেরোনোর সময় মাস্ক ব্যবহারের নিয়মটি মেনে চলেন ৷ কিন্তু এঁদের মধ্যে 84 শতাংশ মানুষই জানিয়েছেন মাস্কের কারণে যথেষ্ট অস্বস্তি বোধ করতে হয় তাঁদের ৷ অন্য়দিকে প্রায় 75 শতাংশ মানুষ জানিয়েছেন, মাস্ক পড়লে তাঁদের শ্বাসকষ্টের সম্মুখীন হতেই হয় ৷
এই গবেষণা এটাও দেখায় যে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের পরবর্তী ফল কি হতে পারে ৷ গবেষক নেয়েনহিউস বলেন, "গবেষণার লেখকদের অনুসন্ধান অনুযায়ী একজন ব্য়ক্তি যত বেশি সময় মাস্ক ব্য়বহার করবেন, ততই তাঁর হাঁপানির উপসর্গ বৃদ্ধির সম্ভবনা বেড়ে যাবে ৷ " গবেষকরা অংশগ্রহণকারীদের মাস্ক ব্যবহার সংক্রান্ত নানা ধরণের প্রশ্ন করে জানতে চেয়েছিলেন তাঁদের অভিজ্ঞতার কথা ৷ এমনকি তাঁদের এও জিজ্ঞাসা করা হয়েছিল যে, হাঁপানির রোগীদের জন্য কি পরামর্শ দিতে চান তাঁরা ৷ 45 শতাংশ মানুষ জানিয়েছেন মাস্ক ব্য়বহার করার ফলে তাঁদের সর্দি -কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে ৷ অন্যদিকে 39 শতাংশ মানুষ বলেছেন, মাস্ক ব্য়বহারের পর হাঁপানির ক্ষেত্রে আলাদা কোনও পরিবর্তন তাঁরা অনুভব করেননি ৷
এছাড়া প্রায় 5 শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা সর্বদা মাস্ক ব্যবহার করেন না ৷ আবার 2 শতাংশ মানুষ এও জানিয়েছেন যে, মাস্ক পড়ার ফলে শ্বাসকষ্টের সমস্যার ক্ষেত্রেও উপকার পেয়েছেন তাঁরা ৷ নেয়েনহিউস জানিয়েছেন, বেশিরভাগ অংশ্রগহণকারীরাই তাঁদের বলেছেন মাস্ক ব্যবহার করা উচিত, তাই মাস্ক ব্যবহার করারই পরামর্শ দেবেন তাঁরা ৷