পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Hair Care: চুলের যত্নে টক দই

চুলকে সুন্দর রাখতে লাগান টক দই (Hair Care) ৷

Hair Care News
চুলের যত্নে টকদই

By

Published : Nov 7, 2022, 10:55 PM IST

হায়দরাবাদ:আমরা অনেকেই জানি না টকদইয়ের উপকারিতা ৷ চুলকে সুন্দর রাখার জন্য টক দইয়ের বহুগুণ ৷ টক দইতে রয়েছে একাধিক পুষ্টি । এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনই চুল ভালো রাখতেও সাহায্য করে থাকে । টক দই নিয়মিত চুলে লাগান ৷ এতে চুলের উজ্জ্বলতা যেমন বাড়বে, তেমনই চুল পড়ার প্রবণতাও কমবে (Sour yogurt) ৷

চুলে কীভাবে দই ব্যবহার করবেন (Hair Care) এবং এর উপকারিতা জেনে নিন :

খুশকি কমাতে সাহায্য করে: খুশকি কমাতে দই ভীষণ সাহায্য করে থাকে । এতে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোবায়োটিক-সহ একাধিক অন্যান্য গুণ যা খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে থাকে । এটির জন্য এক চামচ বেসন এবং হাফ কাপ দই মিশিয়ে মাথার ত্বকে লাগান । 30 মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন । এতে চুলের অনেক উপকার পাওয়া যাবে ৷

চুলকে উজ্জ্বল রাখতে সাহায্য করে: ঝলমলে চুলের জন্য দই ভীষণ উপকারী ৷ এক্ষেত্রে দই এবং ডিম একসঙ্গে মিশিয়ে চুলের মাস্ক হিসেবে ব্যবহার করুন । এতে ফল ভালো পাওয়া যাবে ৷ এছাড়াও দইয়ের সঙ্গে হেনা পাউডার মেশালে এর ফল ভালো পাওয়া যায় ৷

চুলকে কন্ডিশনার করতে সাহায্য করে:শুষ্ক নিস্তেজ চুলকে আবার প্রাণ জোগায়, চুলের জেল্লা ফেরায় দই । এটা কন্ডিশনারের কাজ করে থাকে । তাই রোজ শ্যাম্পু করার আগে চুলে আধ কাপ দই লাগান । তারপর একটুখানি রেখে চুল ধুয়ে ফেলুন । সঙ্গে দিতে পারেন মধু ।

চুল পড়া রোধ করে টকদই: চুলের ফলিকলে দই অনেকটা পুষ্টি সরবরাহ করে থাকে । আপনি যদি চুল পড়া কমাতে চান তাহলে রোজ মেথির পেস্টের সঙ্গে দই মিশিয়ে চুলে লাগান । অনেকটা উপকার পাবেন । এটার জন্য এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন । পরদিন সেটা মিক্সিতে বেটে নিন । তারপর তার সঙ্গে দুই চামচ দই মিশিয়ে মাথায় লাগান । 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিন । এতে চুল থাকবে পরিষ্কার ৷

আরও পড়ুন:আজ বিশ্ব শিশু সুরক্ষা দিবস, পড়ুন কিছু দরকারি তথ্য

ABOUT THE AUTHOR

...view details