কলকাতা, 9 মে:থ্যালাসিমিয়া নাম শুনলেই ভয় হয় মানুষের । তবে সেই ব্যাধিকেও আজ জয় করা সম্ভব । মূলত রক্তের এই ব্যাধি সম্পর্কে মানুষের ধারণা অনেকটাই কম । ফলে চিকিৎসার সময় দেখা যায় বহু সমস্যা । সেই সমস্যার সমাধান দিলেন বিশিষ্ট চিকিৎসক ইন্দ্রনীল সাহা । বিটা থ্যালাসেমিয়া বা থ্যালাসেমিয়া মেজর একটি রক্তের ব্যাধি যা হিমোগ্লোবিনের উৎপাদন হ্রাস করে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় । আক্রান্ত ব্যক্তিদেরও লোহিত রক্তকণিকার অভাব (অ্যানিমিয়া), যা ফ্যাকাশে ত্বক, দুর্বলতা, ক্লান্তি এবং আরও গুরুতর জটিলতার কারণ হতে পারে । বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের অস্বাভাবিক রক্ত জমাট বাঁধার ঝুঁকি বেশি থাকে ।
বিটা থ্যালাসেমিয়াকে উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে দু'ভাগে শ্রেণিবদ্ধ করা হয়:
থ্যালাসেমিয়া মেজর (ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া বা কুলির অ্যানিমিয়া নামেও পরিচিত) এবং থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া (যা একটি অ-ট্রান্সফিউশন-নির্ভর থ্যালাসেমিয়া)। দুই প্রকারের মধ্যে থ্যালাসেমিয়া মেজর বেশি গুরুতর ।