হায়দরাবাদ:আশ্বিন মাসে পালিত হয় নবরাত্রির অনুষ্ঠান ৷ এইবার শুরু হয়েছে 26 সেপ্টেম্বর থেকে ৷ নবরাত্রির নবম দিনে মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয় (Navratri 2022 day 9)। বিশ্বাস করা হয় যে অসুরদের অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য মা দুর্গা অবতার গ্রহন করেছিলেন দেবী। কথিত আছে যে মা সিদ্ধিদাত্রীর আরাধনা করলে মানুষের সমস্ত কাজ সম্পন্ন হয়। সমান্তরালে, একজন ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় (Maa Siddhidatri Puja)।
মা সিদ্ধিদাত্রীর কৃপায় ভগবান শঙ্করের অর্ধেক দেহ ছিল দেবীর। এই কারণে তাঁকে অর্ধনারীশ্বরও বলা হয়। আসুন আমরা মা সিদ্ধিদাত্রীর পূজা পদ্ধতি, মন্ত্র(Maa Siddhidatri Puja Mantra) এবং আচার সম্পর্কে জেনে নিই ।
মা সিদ্ধিদাত্রী পূজা পদ্ধতি:
আজ নবরাত্রির নবম দিন ৷ এইদিন দেবী দুর্গার বিদায়ের রজনী । এই দিনে খুব ভোরে উঠে স্নান করে দেবী দুর্গার বেদি স্থাপন করতে হবে । তারপর বেদীটি স্থাপন করা হলে তার উপর মা সিদ্ধিদাত্রীর প্রতিমা বা মূর্তি রাখুন । এরপর মা সিদ্ধিদাত্রীকে ফুল অর্পণ করুন । মাকে ডালিম ফল নিবেদন করুন । তারপর নৈবেদ্য । মা সিদ্ধিদাত্রীকে (Maa Siddhidatri Katha ) মিষ্টি, পঞ্চামৃত এবং ঘরে তৈরি খাবার অর্পণ করুন । এই দিনে হোম যজ্ঞও করা হয় । শাস্ত্র মতে এই দিনে কন্যাপূজাও করা হয় । এভাবেই মা খুশি হন (Maa Siddhidatri Bhog Vidhi )৷