পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

National Doctors Day 2022: জেনে নিন জাতীয় চিকিৎসক দিবসের ইতিহাস ও গুরুত্ব - national doctors day importance

জাতীয় চিকিৎসক দিবস প্রথমবার পালন করা হয় 1991 সালে ৷ প্রতি বছর 1 জুলাই এই দিনটি উদযাপিত হয়। জেনে নিন এর ইতিহাস (History of National Doctors Day)৷

National Doctors Day 2022
জেনে নিন জাতীয় চিকিৎসক দিবসের ইতিহাস ও গুরুত্ব

By

Published : Jul 1, 2022, 7:40 PM IST

হায়দরাবাদ:বাংলার চিকিৎসক মহলে ধন্বন্তরি হিসাবে খ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন 1 জুলাই ৷ আজকের দিনটি অবশ্য আরেকটি অন্য কারণেও পরিচিত কারণ চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস রূপে ৷ ডাঃ বিধান রায়কে 1961 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ভারতরত্ন পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল ৷ বিধান রায় সমাজের কল্যাণে প্রচুর অবদান রেখেছিলেন ৷ ভারতের বহু চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন তিনি । তাই এই দিনে দেশের জন্য তার অবদানকে স্মরণ করা হয়(History of National Doctors Day)।

জাতীয় চিকিৎসক দিবস প্রথমবার পালন করা হয় 1991 সালে ৷ প্রতি বছর 1 জুলাই এই দিনটি উদযাপিত হয়। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে চিকিৎসক দিবস উদযাপিত হয়, তবে তারিখগুলি ভিন্ন । এ বছর আমাদের দেশে এই দিবসের থিম ‘ফ্যামিলি ডক্টরস ইন দ্য ফ্রন্ট লাইন ।’ চিকিৎসকরা সাদা অ্যাপ্রোনধারী সৈনিক বললেও ভুল বলা হয় না ৷ তাঁরা সমাজের সেবায় এবং মানুষের জীবন বাঁচাতে ত্যাগ স্বীকার করেন । কিন্তু আমরা তাঁদের মূল্য কতটা দিই ? এবারের থিমও একই বিষয়কে গুরুত্ব দিয়েছে ।

চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির কথা বললে একথা ঠিক যে ভারত অনেক দূর এগিয়েছে এবং প্রযুক্তিগতভাবেও উন্নত হয়েছে । তবে আমাদের দেশে রোগ এবং চিকিৎসা ব্যবস্থার কথা মাথায় রাখলে দেখা যায় চিকিৎসকের প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়ছে । বিগত দুই বছরের কথা মাথায় রাখলে, যখন বিশ্ব কোভিড-19 অতিমারিতে আক্রান্ত এবং হঠাৎ করে সংক্রামিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, তখন চিকিৎসকরা নিজেদের ঝুঁকির মধ্যে রেখে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করেছিলেন । চিকিৎসকরা এই মারাত্মক ভাইরাসের সংস্পর্শেও এসেছিলেন এবং অনেকেই প্রাণও হারিয়েছেন ।

আরও পড়ুন : জেনে নিরাপদ গর্ভপাতের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে ভারতে

IMA-এর সঙ্গে যুক্ত একজন ডাক্তার বলেন, "গত বছর ভারত জুড়ে 748 জন চিকিৎসক করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের প্রাণ দিয়েছেন ৷ দ্বিতীয় তরঙ্গেও অল্প সময়ের মধ্যে আমরা 730 জন ডাক্তারকে হারিয়েছি ৷" তাই এই দিনটি আমাদের কাছে তাঁদের শ্রদ্ধা জানানোর দারুণ সুযোগ। এছাড়াও, এই দিনে সচেতনতা বাড়াতে এবং পেশাদারদের সম্মান জানাতে বিনামূল্যে মেডিকেল চেকআপ এবং স্বাস্থ্য শিবিরেরও ব্যবস্থা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details