হায়দরাবাদ:বাংলার চিকিৎসক মহলে ধন্বন্তরি হিসাবে খ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিন 1 জুলাই ৷ আজকের দিনটি অবশ্য আরেকটি অন্য কারণেও পরিচিত কারণ চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি পালন করা হয় জাতীয় চিকিৎসক দিবস রূপে ৷ ডাঃ বিধান রায়কে 1961 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ভারতরত্ন পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল ৷ বিধান রায় সমাজের কল্যাণে প্রচুর অবদান রেখেছিলেন ৷ ভারতের বহু চিকিৎসা প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন তিনি । তাই এই দিনে দেশের জন্য তার অবদানকে স্মরণ করা হয়(History of National Doctors Day)।
জাতীয় চিকিৎসক দিবস প্রথমবার পালন করা হয় 1991 সালে ৷ প্রতি বছর 1 জুলাই এই দিনটি উদযাপিত হয়। শুধু ভারতেই নয়, সারা বিশ্বে চিকিৎসক দিবস উদযাপিত হয়, তবে তারিখগুলি ভিন্ন । এ বছর আমাদের দেশে এই দিবসের থিম ‘ফ্যামিলি ডক্টরস ইন দ্য ফ্রন্ট লাইন ।’ চিকিৎসকরা সাদা অ্যাপ্রোনধারী সৈনিক বললেও ভুল বলা হয় না ৷ তাঁরা সমাজের সেবায় এবং মানুষের জীবন বাঁচাতে ত্যাগ স্বীকার করেন । কিন্তু আমরা তাঁদের মূল্য কতটা দিই ? এবারের থিমও একই বিষয়কে গুরুত্ব দিয়েছে ।