হায়দরাবাদ :কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সাম্প্রতিক একটি গবেষণায় গবেষকরা দেখিয়েছেন, দীর্ঘ করোনার জেরে রোগীদের মনোযোগ এবং স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যা ঠিক কতখানি হতে পারে ৷ গবেষকরা জানিয়েছেন, অর্ধেকের বেশি রোগীরা জানিয়েছেন চিকিৎসকরা তাঁদের এ ধরণের সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না ৷ এর কারণ হল কগনেটিভ সমস্যা কখনওই ফুসফুসের সমস্যার মত বড় বলে মনে করা হয় না ৷
সম্প্রতি লং কোভিডে আক্রান্ত 181 জন রোগীর উপর একটি পরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, 78 শতাংশ ক্ষেত্রে মনোনিবেশে অসুবিধা, 69 শতাংশ ক্ষেত্রে ব্রেন ফগ, 68 শতাংশ ক্ষেত্রে ভুলে যাওয়া এবং 60 শতাংশ ক্ষেত্রে বক্তৃতা দেওয়ার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়ার সমস্যা দেখা গিয়েছে (70 Percent Long COVID Patients Face Memory And Concentration Problems) ৷ অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তি পরীক্ষার জন্য একাধিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ৷ যেমন একটি তালিকার শব্দগুলিকে মনে রাখা এবং একসঙ্গে দেখানো দু‘টি ছবিকে মনে রাখা ৷ ফলফলের ক্ষেত্রে যাঁরা করোনা সংক্রমণে ভুগছিলেন, তাঁদের মধ্যে একইরকম লক্ষণ দেখা গিয়েছে ৷ যা একটি ধারাবাহিক প্যাটার্ন তৈরি করে ৷