পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Long COVID Affects Memory : 70 শতাংশ লং কোভিড আক্রান্তরা স্মৃতিশক্তি এবং মনোনিবেশের সমস্যায় ভুগছেন

জ্ঞানীয় দক্ষতার ক্ষেত্রে বা কগনেটিভ স্কিলের ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলতে পারে লং কোভিড ৷ 70 শতাংশের বেশি দীর্ঘ করোনা আক্রান্ত রোগীদের স্মৃতিশক্তি এবং মনোনিবেশের সমস্যায় পড়তে হতে পারে (70 Percent Long COVID Patients Face Memory And Concentration Problems) ৷

Long COVID Affects Memory
70 শতাংশ লং কোভিড আক্রান্তদের পড়তে হচ্ছে স্মৃতিশক্তি এবং মনোনিবেশের সমস্যায়

By

Published : Mar 18, 2022, 4:07 PM IST

হায়দরাবাদ :কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সাম্প্রতিক একটি গবেষণায় গবেষকরা দেখিয়েছেন, দীর্ঘ করোনার জেরে রোগীদের মনোযোগ এবং স্মৃতিশক্তি সংক্রান্ত সমস্যা ঠিক কতখানি হতে পারে ৷ গবেষকরা জানিয়েছেন, অর্ধেকের বেশি রোগীরা জানিয়েছেন চিকিৎসকরা তাঁদের এ ধরণের সমস্যাগুলিকে গুরুত্ব সহকারে নিচ্ছেন না ৷ এর কারণ হল কগনেটিভ সমস্যা কখনওই ফুসফুসের সমস্যার মত বড় বলে মনে করা হয় না ৷

সম্প্রতি লং কোভিডে আক্রান্ত 181 জন রোগীর উপর একটি পরীক্ষা চালানোর পর দেখা গিয়েছে, 78 শতাংশ ক্ষেত্রে মনোনিবেশে অসুবিধা, 69 শতাংশ ক্ষেত্রে ব্রেন ফগ, 68 শতাংশ ক্ষেত্রে ভুলে যাওয়া এবং 60 শতাংশ ক্ষেত্রে বক্তৃতা দেওয়ার সময় সঠিক শব্দ খুঁজে না পাওয়ার সমস্যা দেখা গিয়েছে (70 Percent Long COVID Patients Face Memory And Concentration Problems) ৷ অংশগ্রহণকারীদের স্মৃতিশক্তি পরীক্ষার জন্য একাধিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল ৷ যেমন একটি তালিকার শব্দগুলিকে মনে রাখা এবং একসঙ্গে দেখানো দু‘টি ছবিকে মনে রাখা ৷ ফলফলের ক্ষেত্রে যাঁরা করোনা সংক্রমণে ভুগছিলেন, তাঁদের মধ্যে একইরকম লক্ষণ দেখা গিয়েছে ৷ যা একটি ধারাবাহিক প্যাটার্ন তৈরি করে ৷

কোভিডের ক্ষেত্রে যাঁদের শরীরে সমস্যা যতটা প্রবল ছিল, পরবর্তীতেও তাঁরা ততটাই বেশি এই সমস্যায় ভুগছেন ৷ কগনেটিভ সমস্যাগুলির সঙ্গে কোভিডের বিভিন্ন উপসর্গগুলির কতখানি যোগ রয়েছে, তা খতিয়ে দেখতে সেই তথ্যও বিশ্লেষণ করেছিলেন গবেষকরা ৷ দেখা গিয়েছে যাঁরা সেসময় বেশি মাথাব্যথা বা মাথা ঘোরার মত সমস্যায় ভুগেছেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেড়ে গিয়েছে ৷ এমনকী যাঁরা এধরণের সমস্যা এখনও অনুভব করছেন, তাঁরা জ্ঞানীয় ক্ষেত্রে প্রতিবন্ধী হয়ে পড়েছেন বলা যায় ৷

আরও পড়ুন :করোনা আক্রান্ত চারজন বাচ্চার একজন আক্রান্ত হচ্ছে লং কোভিডে : গবেষণা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক লুসি চেক বলেন, "দীর্ঘ কোভিড রাজনৈতিকভাবে এবং চিকিৎসাগত ক্ষেত্রে খুব কম মনোযোগ পেয়েছে । এটিকে আরও গুরুত্ব সহকারে নেওয়া জরুরি ৷ কগনেটিভ বিষয়গুলি এর একটি গুরুত্বপূর্ণ অংশ । রাজনীতিবিদরা যখন কোভিডের সঙ্গে বেঁচে থাকার কথা বলেন তখন এটি এমন একটা বিষয়, যা তাঁরা উপেক্ষা করে যান । ওয়ার্কিং ক্লাসের উপর এর প্রভাব বিশাল হতে পারে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details