পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Long Covid: দীর্ঘস্থায়ী কোভিডে বেশি আক্রান্ত হয়েছেন স্থূলকায় মহিলারা, বলছে সমীক্ষা - স্থূলকায় মহিলাদের মধ্যে লং কোভিড বেশি দেখা যায়

সমীক্ষায় দেখা গিয়েছে যে স্থূলতায় ভুগছেন এমন মহিলাদের দীর্ঘদিন ধরে কোভিড-এ ভোগার ঝুঁকি বেশি (Long Covid)।

Long Covid News
স্থূলকায় মহিলাদের মধ্যে লং কোভিড বেশি দেখা যায়

By

Published : Dec 3, 2022, 10:26 PM IST

হায়দরাবাদ: করোনা গত তিন বছরে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন । আজও লক্ষ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়াই করছে । অনেকের পুনরুদ্ধার সত্ত্বেও উপসর্গ রয়েছে । এই ধরনের অবস্থাকে ক্রনিক কোভিড বলা হয় (Long Covid)। যেসব মহিলার ওজন বেশি তাদের পুরুষদের তুলনায় দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকি বেশি । ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার গবেষকদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে স্থূল নারীদের দীর্ঘ সময় ধরে কোভিড-19 এ ভোগার ঝুঁকি বেশি থাকে ।

তারা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে 1,487 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং এই সিদ্ধান্তে উপনীত হয় যে পুরুষদের তুলনায় মহিলারা গুরুতর কোভিড উপসর্গের সঙ্গে বেশি থাকে ৷

আরও পড়ুন:স্লিপ অ্যাপনিয়া স্লিপিং ডিসঅর্ডারে ভুগছেন, জানেন মুক্তি পাবেন কোন পথে ?

সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি, মাথাব্যথা । অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে বুকে ব্যথা বা আঁটসাঁট, মস্তিষ্কের কুয়াশা, অনিদ্রা, মাথা ঘোরা, জয়েন্টে ব্যথা, বিষণ্নতা এবং উদ্বেগ, টিনিটাস, ক্ষুধা হ্রাস, মাথাব্যথা এবং গন্ধ বা স্বাদে পরিবর্তন ।'

For All Latest Updates

TAGGED:

Long Covid

ABOUT THE AUTHOR

...view details