আয়ুর্বেদিক, ইউনানি এবং আধুনিক চিকিৎসাবিদ্যায় বিশেষজ্ঞরা বলছেন, ওবেসিটি ও অ্যালার্জি নিয়ন্ত্রণ করতে জীবনযাত্রায় বদল আনা জরুরি ।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ আয়োজন করেছিল ‘ওবেসিটি অ্যান্ড ইটস প্রিভেনশন, অ্যালার্জিক ডিজিজেস’ শীর্ষক একটি সেমিনারের । ওবেসিটি এবং অ্যালার্জি নিয়ন্ত্রণের নানা পদ্ধতি নিয়ে এই আন্তর্বিভাগীয় সেমিনারে আলোচনা করেন বিশেষজ্ঞরা ।
এএমইউ-এর উপাচার্য, অধ্যাপক তারিক মনসুর বলেন, “লাইফস্টাইল ডিজিজের বিরুদ্ধে লড়তে আমাদের পারস্পরিক এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে এক জায়গায় আনার পথ খুঁজতে হবে ।”
উপাচার্য বলেন, “অবশ্যই আমরা সমস্ত রোগের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করতে পারব না, কিন্তু ক্রনিক রোগের ক্ষেত্রে অনেকটাই সম্ভাবনা আছে ।” তিনি আরও জানান যে কোভিড মহামারির দাপটের দিকে নজর রেখে সরকার বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থায় আন্তর্বিভাগীয় গবেষণার ওপর জোর দিচ্ছে ।
পারস্পরিক এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানে যৌথ গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে অধ্যাপক মনসুর বলেন, এএমইউ-তে বহু বিভাগ রয়েছে এবং যৌথ গবেষণার সুবিধা আমরা পেতে পারি ।
ওবেসিটির চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক জোনা এস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক, নয়াদিল্লি) জীবনযাত্রায় পরিবর্তন এবং খাওয়াদাওয়ার অভ্যাসে বদলের পক্ষে সওয়াল করেন ।
আরও পড়ুন :স্থূলতা : প্যানডেমিক পরিস্থিতিতে বাড়তে থাকা উদ্বেগের কারণ
তিনি ব্যাখা দেন, কীভাবে আয়ুর্বেদিক গাছগাছড়া ওবেসিটি নিয়ন্ত্রণে কাজে আসতে পারে । তাঁর কথায়, “যেহেতু আয়ুর্বেদ পুষ্টি, স্ট্রেস কমানো এবং জীবনযাত্রায় ভারসাম্যের কথা বলে, তাই বহু মানুষ ওজন কমাতে প্রাকৃতিক উপশমকে বেছে নেন । পশ্চিমী দেশগুলোতেও বহু মানুষ তাঁদের সার্বিক স্বাস্থ্যর যত্নের জন্য আয়ুর্বেদিক পদ্ধতিকে বেছে নিয়েছেন ।”
ড. পরস ওয়ানি (ইনচার্জ, জিটিবি অ্যান্ড আইএইচবিএএস ইউনানি ইউনিট, ডিরেক্টর অফ আয়ুষ, জিএনএসটি, নয়াদিল্লি) ব্যাখ্যা করেন, কীভাবে সিমান-এ-মুফরিতকে (ওবেসিটি) ইউনানি চিকিৎসাবিদ্যায় একটি ফ্লেম্যাটিক (বালঘামি) রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
তিনি আরও বলেন যে আসবাব-এ-সিতাহ-জরুরিয়া (জীবনের প্রয়োজনীয়তা) বজায় রেখে ওবেসিটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে, যেমন যথাযথ এবং পুষ্টিকর খাওয়াদাওয়া, শারীরিক পরিশ্রম ইত্যাদি ।
ড. পারস ব্যাখ্যা করেন যে চিকিৎসার বিভিন্ন পদ্ধতি হল ইলাজ-বিল-ঘিজা (ডায়েটোথেরাপি) এবং ইলাজ বিট তবদির (রেজিমেন্টাল থেরাপি) ।
ড. উয়াইস আশরফ (মেডিসিন বিভাগ, জেএনএমসি) বর্ণনা করেন যে কীভাবে ওবেসিটি হল সমস্ত লাইফস্টাইল ডিজিজের মূল কারণ ।