পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Bay Leaf: জেনে নিন চুল ও ত্বকের যত্নে তেজপাতার উপকারিতা

চুল ও ত্বকের নানা সমস্যায় আমরা ভুগে থাকি । অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে ত্বকে বলিরেখা তৈরি হয় ৷ ত্বকের এবং চুলের যত্ন নিতে আমরা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি ৷ তবে আপনি ঘরোয়া পদ্ধতিতে চুল এবং ত্বকের যত্ন নিতে পারবেন ৷ আর এই নানা সমস্যা দূর করতে আমাদের হাতের কাছেই রয়েছে সমাধান । আমাদের রান্নাঘরের অন্যতম প্রধান একটি উপকরণ হল তেজপাতা । যা আমরা রান্নায় ফোড়নের কাজে ব্যবহার করে থাকি । তবে এই তেজপাতা দিয়েই এবার যত্ন নিন চুল ও ত্বকের (Bay Leaf)।

Bay Leaf News
জেনে নিন চুল এবং ত্বকের যত্নে তেজপাতা উপকারীতা

By

Published : Oct 15, 2022, 7:50 PM IST

হায়দরাবাদ: চুল ও ত্বকের নানা সমস্যায় আমরা ভুগে থাকি । অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে ত্বকে বলিরেখা তৈরি হয় ৷ এমনকি ত্বকের এবং চুলের যত্ন নিতে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি ৷ তবে আপনি ঘরোয়া পদ্ধতিতে চুল এবং ত্বকের যত্ন নিতে পারবেন ৷ আর এই নানা সমস্যা দূর করতে আমাদের হাতের কাছেই রয়েছে সমাধান । আমাদের রান্নাঘরের অন্যতম প্রধান একটি উপকরণ হল তেজপাতা (Bay Leaf) । যা আমরা রান্নায় ফোড়নের কাজে ব্যবহার করে থাকি । তবে এই তেজপাতা দিয়েই এবার যত্ন নিন চুল ও ত্বকের । উজ্জ্বল মসৃণ ত্বক পাওয়ার ইচ্ছা আমাদের সকলেরই থাকে । আর চাহিদা অনুযায়ী সুন্দর উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য বাজারে পাওয়া যায় নানা নামীদামি কোম্পানির ক্রিমও ।

তবে, মেয়েদের রূপচর্চার এই বিষয়টি যে সদ্য শুরু হয়েছে তা কিন্তু নয় । প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ব্যবহৃত হয়ে এসেছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান । এখন ত্বকের উন্নতি সাধনের জন্য এই রকমই একটি প্রাকৃতিক উপাদান হলো তেজপাতা । রান্নার স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত এই উপাদান আমাদের সকলেরই অত্যন্ত পরিচিত । অনেকেই জানেন না এই তেজপাতা কেবল রান্নার স্বাদ ও গন্ধ বৃদ্ধিতে সাহায্য করে তাই নয় ত্বক ও চুলের যত্নেও রয়েছে বিশেষ উপকারিতা ।

চুল ও ত্বকের ক্ষেত্রে নানাভাবে উপকারী তেজপাতা । তেজপাতার গুণে আপনার চুল হয়ে উঠবে আরও মজবুত ও মসৃণ । ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দেবে ছোট্ট তেজপাতা । চলুন তবে চুল ও ত্বকের যত্নে তেজপাতার ব্যবহার দেখে নেওয়া যাক-

  • চুল কন্ডিশনিং করতে সাহায্য করে তেজপাতা । এক্ষেত্রে শ্যাম্পু করার পর তেজপাতা সিদ্ধ করা জল দিয়ে চুল ধুয়ে হবে । এতে চুলের রুক্ষতা দূর হবে, এবং চুল কন্ডিশনিং হবে ।
  • যাদের খুশকির সমস্যা রয়েছে তারা খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন তেজপাতা । খুশকি দূর করার জন্য শুকনো তেজপাতা গুঁড়ো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ চুলে লাগাতে হবে । কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিতে হবে । এতে চটজলদি দুর হবে খুশকি ।
  • অন্যদিকে ব্রণর সমস্যা দূর করতেও সাহায্য করতে তেজপাতা । ব্রণ দূর করতে তেজপাতা জলে দিয়ে ফোটাতে হবে । এবার সেই জল দিয়ে মুখ ধুতে হবে নিয়মিত । এটি আপনি নিয়মিত করতে থাকলে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ৷
  • অনেকের অযত্নের ফলে দাঁত হয়ে যায় হলুদ । তবে কারণ যাই হোক দাঁতের এই হাল অনেক সময় অস্বস্তিকর অবস্থায় ফেলে আমাদের । কোনরকম রাসায়নিক মিশ্রিত টুথপেস্ট ছাড়াই দাঁতের হলুদ দাগ থেকে মুক্তি পেতে পারেন তেজপাতা ব্যবহার করে । দাঁতের হলুদ ভাব থেকে মুক্তি পেতে প্রত্যেকদিন দাঁত মাজার সময় পেস্টের সঙ্গে মিশিয়ে নিন তেজপাতা বাটা । টানা এক সপ্তাহ এটি ব্যবহার করলে দাঁত হয়ে উঠবে একবারে সাদা ।

আরও পড়ুন:এক কাপ চায়েই কমবে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি, বলছে গবেষণা

ABOUT THE AUTHOR

...view details