পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Dream About Weddings: বিয়ের স্বপ্ন দেখছেন ? জানেন এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর অর্থ - Wedding

বারবার বিয়ের স্বপ্ন দেখছন ৷ স্বপ্নে দেখছেন নিজের বিয়ে অথবা বন্ধুর বিয়ে ৷ তাহলে এই স্বপ্ন আপনাকে বার্তা দিচ্ছে অনেক কিছুর ৷ স্বপ্নবিদদের মতে, আপনি যে স্বপ্নই দেখুন না কেন, তার একটা আলাদা অর্থ থাকে ৷ অনেকেই সেই অর্থ বুঝতে পারেন না বা আতঙ্কিত হতে পড়েন ৷ বিয়ের স্বপ্ন দেখার গুরুত্বপূর্ণ কয়েকটি অর্থ জেনে নিন ৷

Etv Bharat
স্বপ্নে বিয়ে দেখার নানা অর্থ বহন করে

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 11:33 AM IST

হায়দরাবাদ: বিয়ে, তৈরি করে এক সুন্দর মুহূর্ত ৷ মনে রাখার মতো কিছু স্মৃতি ৷ নারী কিংবা পুরুষ, প্রত্যেকের নিজের বিয়ে নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে ৷ বিয়ের সাজপোশাক থেকে খাওয়া-দাওয়া, সবকিছুতেই থাকে একটা পরিকল্পনা ৷ কিন্তু যদি, আপনার এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা না থাকে, যদি আপনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত না হন অথচ স্বপ্নে বারবার বিয়ে দেখছেন, তাহলে তা অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ৷

স্বপ্ন বিশেষজ্ঞ ও মনোবিদ লরি লোয়েনবার্গ ও দ্য অ্যালকেমি অফ ইয়োর ড্রিমস বইয়ের লেখক তথা মনোবিদ অ্যাথেনা লাজ বলেছেন, স্বপ্নে বিয়ে দেখার একাধিক অর্থ বহন করে ৷ বিয়ে নিয়ে এক একটা স্বপ্নের এক একরকম মানে হয় ৷ আপনি যদি বিয়ের স্বপ্ন দেখে থাকেন ৷ তাহলে আতঙ্কিত হবেন না ৷ সেই স্বপ্নের কোনও না কোনও অর্থ রয়েছে ৷

বিয়ের স্বপ্ন নিজেকে বোঝার ক্ষমতাও বোঝায়

যদি নিজের বিয়ের স্বপ্ন দেখেন

এই স্বপ্নের দু'রকম মানে হতে পারে ৷ যদি আপনি কোনও সম্পর্কে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনি তৈরি রয়েছেন ৷ তবে সেই স্বপ্নে আপনি খুশি না ভীত, আতঙ্কিত না নিশ্চিন্ত হচ্ছেন সেটা একটা বড় বিষয় হতে পারে ৷ অর্থাৎ সেই সম্পর্ক আপনাকে কতটা প্রভাবিত করেছে, সেটার প্রতিফলন ঘটায় ৷

বিয়েতে পাত্রের মুখ দেখতে না পাওয়ার অর্থ রয়েছে

যদি আপনি সিঙ্গল হয়ে থাকেন এবং বিয়ের স্বপ্ন দেখে থাকেন, তাহলে তার মানে হচ্ছে, নিজেকে সময় দেওয়া উচিত ৷ হয়তো আপনি কোনও কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে, নিজের জন্য সময় বের করতে পারছেন না ৷ সেই সময়ে বিয়ের স্বপ্ন দেখার অর্থ, আপনাকে নিজের জন্য সময় বের করতে হবে ৷ এছাড়া, যদি আপনি মনে করতে পারেন, কাকে বিয়ে করছেন, এর অর্থ আপনি নিজেকে আরও ভালো করে জানার চেষ্টা করছেন ৷ অথবা নিজের কোনও অজানা সত্ত্বা খুঁজে বের করার চেষ্টা করতে পারেন ৷ অথবা নিজের কাজ, কেরিয়ারের মতো বিষয়ে নিয়ে আসুন কমিটমেন্ট বা প্রতিশ্রুতিবদ্ধ হন ৷

কোনও বন্ধুর বিয়েতে অংশগ্রহণ স্বপ্নের মানে অন্যরকম

এমন কাউকে বিয়ে করছেন, যার মুখ দেখতে পাচ্ছেন না

স্বপ্ন বিশেষজ্ঞ ও মনোবিদ লরি লোয়েনবার্গের মতে, আপনি নিজের বিয়ের স্বপ্ন দেখছেন, কিন্তু যাকে করছেন তাঁর মুখ স্পষ্ট দেখতে পাচ্ছেন না অথবা বুঝতে পারছেন না, এরও অর্থ রয়েছে ৷ যার মানে হল, আপনি কোনও একটা বিষয়ে দৃঢ়তা বা প্রতিজ্ঞাবদ্ধ হতে চাইছেন ৷ আপনার নিজের মধ্যেই এমন কিছু লুকিয়ে রয়েছে, যা আপনি নিজেও বুঝতে পারছেন না ৷ এমন কোনও প্রতিশ্রুতি, যা আপনাকে নিতে হবে কোনও বিষয়ে ৷

স্বপ্নে কারোর বিয়েতে অংশগ্রহণ করা

স্বপ্নে অন্য কারও বিয়েতে যোগ দেওয়ার অর্থ হল বাস্তব জীবনে যদি আপনি কোনও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকেন, তাহলে সেই বিষয়ে আপনার সমর্থন থাকা উচিত ৷ অর্থাৎ, আপনার বন্ধুর বিয়েতে অবচেতন মনে, যেতে ইচ্ছুক নন বা সেই বিয়ে আপনার কাছে ভালো লাগছে না, কিন্তু আপনাকে সেই ব্যক্তির জীবনে সহায়ক ভূমিকা পালন করতে উত্সাহিত করছে ৷

আরও পড়ুন: জন্মমাস অনুযায়ী কোন ফুল মেলে আপনার ব্যক্তিত্বর সঙ্গে, দেখে নিন

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উফর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে স্বপ্ন বিশেষজ্ঞ অথবা মনোবিদের পরামর্শ নিন ৷)

ABOUT THE AUTHOR

...view details