হায়দরাবাদ: বিয়ে, তৈরি করে এক সুন্দর মুহূর্ত ৷ মনে রাখার মতো কিছু স্মৃতি ৷ নারী কিংবা পুরুষ, প্রত্যেকের নিজের বিয়ে নিয়ে একটা আলাদা স্বপ্ন থাকে ৷ বিয়ের সাজপোশাক থেকে খাওয়া-দাওয়া, সবকিছুতেই থাকে একটা পরিকল্পনা ৷ কিন্তু যদি, আপনার এই মুহূর্তে বিয়ের পরিকল্পনা না থাকে, যদি আপনি মানসিকভাবে বিয়ের জন্য প্রস্তুত না হন অথচ স্বপ্নে বারবার বিয়ে দেখছেন, তাহলে তা অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ৷
স্বপ্ন বিশেষজ্ঞ ও মনোবিদ লরি লোয়েনবার্গ ও দ্য অ্যালকেমি অফ ইয়োর ড্রিমস বইয়ের লেখক তথা মনোবিদ অ্যাথেনা লাজ বলেছেন, স্বপ্নে বিয়ে দেখার একাধিক অর্থ বহন করে ৷ বিয়ে নিয়ে এক একটা স্বপ্নের এক একরকম মানে হয় ৷ আপনি যদি বিয়ের স্বপ্ন দেখে থাকেন ৷ তাহলে আতঙ্কিত হবেন না ৷ সেই স্বপ্নের কোনও না কোনও অর্থ রয়েছে ৷
যদি নিজের বিয়ের স্বপ্ন দেখেন
এই স্বপ্নের দু'রকম মানে হতে পারে ৷ যদি আপনি কোনও সম্পর্কে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনি তৈরি রয়েছেন ৷ তবে সেই স্বপ্নে আপনি খুশি না ভীত, আতঙ্কিত না নিশ্চিন্ত হচ্ছেন সেটা একটা বড় বিষয় হতে পারে ৷ অর্থাৎ সেই সম্পর্ক আপনাকে কতটা প্রভাবিত করেছে, সেটার প্রতিফলন ঘটায় ৷
যদি আপনি সিঙ্গল হয়ে থাকেন এবং বিয়ের স্বপ্ন দেখে থাকেন, তাহলে তার মানে হচ্ছে, নিজেকে সময় দেওয়া উচিত ৷ হয়তো আপনি কোনও কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে, নিজের জন্য সময় বের করতে পারছেন না ৷ সেই সময়ে বিয়ের স্বপ্ন দেখার অর্থ, আপনাকে নিজের জন্য সময় বের করতে হবে ৷ এছাড়া, যদি আপনি মনে করতে পারেন, কাকে বিয়ে করছেন, এর অর্থ আপনি নিজেকে আরও ভালো করে জানার চেষ্টা করছেন ৷ অথবা নিজের কোনও অজানা সত্ত্বা খুঁজে বের করার চেষ্টা করতে পারেন ৷ অথবা নিজের কাজ, কেরিয়ারের মতো বিষয়ে নিয়ে আসুন কমিটমেন্ট বা প্রতিশ্রুতিবদ্ধ হন ৷