পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Hair Care Tips: মসৃণ ও সিল্কি চুল পেতে ব্যবহার করুন কলা-মধু-নারকেল তেল - কলা মধু নারকেল তেল

আজকাল চুলের সমস্যা সাধারণ । মানুষ চুলের সৌন্দর্যের জন্য এত টাকা খরচ করেও চুলের সমস্যা থেকে রেহাই পায় না । এমন পরিস্থিতিতে জেনে নিন, কিছু প্রাকৃতিক জিনিসের কথা যা চুলকে স্বাস্থ্যকর করে তুলতে পারে ।

Hair Care Natural Things News
মসৃণ ও সিল্কি চুল পেতে মেনে চলতে পারেন এই টিপসগুলি

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:28 PM IST

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যা আজকাল খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে । প্রতিটি ব্যক্তি চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন । এর পাশাপাশি, আজকাল স্টাইলিং সরঞ্জামগুলিও প্রচুর ব্যবহৃত হচ্ছে, যার কারণে চুল শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়ে । এটি এড়াতে মানুষ অনেক ধরনের ট্রিটমেন্ট, শ্যাম্পু, কন্ডিশনার ইত্যাদি ব্যবহার করে কিন্তু বাজারে পাওয়া শ্যাম্পু কন্ডিশনার চুলের আরও ক্ষতি করে । এছাড়াও কোনও শারীরিক সমস্যা বা কঠিন অসুখ করলেও চুল পড়ে যায় । দুশ্চিন্তা থেকেও চুল উঠতে পারে আপনার । জেনে নিন, এমন কিছু প্রাকৃতিক কন্ডিশনার সম্পর্কে যা আপনি সহজেই ঘরে বসে পেতে পারেন । যা প্রয়োগ করলে আপনার চুল শুধু নরম ও চকচকে হবে না বরং মজবুতও হবে ।

নারকেল তেল:আপনার চুল ধোয়ার আগে নারকেল তেল লাগান ৷ এটি আপনার চুলকে মজবুত করবে এবং ভাঙাও রোধ করবে । এরপর ধোয়ার পর চুলও চকচকে হয়ে উঠবে ।

আরও পড়ুন:প্রতিদিন সকালে খালি পেটে আমলা জুস পান করুন, দেখুন ফলাফল

ডিম: ডিম চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে । চুল ধোয়ার আগে ডিমের কুসুম চুলে প্রায় আধা ঘণ্টা লাগিয়ে রাখুন ৷ তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন । আপনার চুল হবে নরম ও ঝলমলে ।

কলা এবং মধু: চুল ধোয়ার আগে মাথার ত্বকে কলা ও মধুর মাস্ক লাগান ৷ এতে আপনার অনেক উপকার হবে । এই প্যাকটি তৈরি করতে পাকা কলা ম্যাশ করে তাতে 2 চামচ মধু মিশিয়ে নিন । এবার এই মিশ্রণটি চুলে লাগান ৷ প্রায় 1 ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন । এতে আপনার চুল সিল্কি ও মসৃণ হবে ।

আরও পড়ুন:ব্লাড ক্যানসারের আগে শরীরে দেখা দেয় এই লক্ষণগুলি, ভুলেও অবহেলা করবেন না

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ABOUT THE AUTHOR

...view details