হায়দরাবাদ: ডিম চুলের জন্য খুবই উপকারী । এর ব্যবহারে চুল সুস্থ ও চকচকে থাকে । এমন পরিস্থিতিতে ডিম দিয়ে কিছু হেয়ার মাস্ক তৈরি করতে পারেন । এটি ব্যবহার করে আপনি চুল পড়া, খুশকি ইত্যাদি থেকে মুক্তি পেতে পারেন ।
আপনার চুল তৈলাক্ত হলে মাথার ত্বকে ডিমের সাদা অংশ এবং চুলের হলুদ অংশ অর্থাৎ ডিমের কুসুম লাগান । কিন্তু আপনার চুল যদি স্বাভাবিক থাকে, তাহলে ডিমের উভয় অংশই লাগানো যেতে পারে । জেনে নিন, এই হেয়ার মাস্ক তৈরির উপায়গুলি ।
ডিম ও আমলা: দু'টি ডিম ভালো করে ফেটিয়ে তাতে এক টেবিল চামচ আমলা পাউডার মিশিয়ে চুলের গোড়া থেকে ওপরে ভালো করে লাগান । এতে আপনার চুল দ্রুত বাড়বে এবং গোড়া থেকে মজবুত থাকবে ৷ পাশাপাশি দীর্ঘ সময় ধরে প্রাকৃতিকভাবে কালো ও ঘন থাকবে ।
ডিম এবং মধু:দু'টি ডিমের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে চুলে ও মাথার ত্বকে লাগান । ডিম এর প্রোটিন দিয়ে চুলকে মজবুত করবে এবং মধু চুলকে ভালোভাবে ময়েশ্চারাইজ করবে । যার ফলে আপনার চুল হয়ে উঠবে খুব নরম ও মসৃণ ।