হায়দরাবাদ: শীত মরশুম শুরু হয়েছে । আবহাওয়ার পরিবর্তন মানেই কাশি ও সর্দি । ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন এই ঋতুতে বেশ সাধারণ । এই কারণে মানুষ প্রায়ই গলাব্যথা, সর্দি-কাশিতে ভোগেন । গলার সংক্রমণ প্রায়ই জ্বালা, ফোলা বা গুরুতর অস্বস্তি সৃষ্টি করে ৷ যা আমাদের দৈনন্দিন কাজকর্মকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে । আপনার আশেপাশের অন্য কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে জেনে নিন, প্রতিকারের মাধ্যমে আপনি তা থেকে মুক্তি পেতে পারেন ।
রসুন: যদি সর্দি, কাশি ইত্যাদির সমস্যায় ভুগে থাকেন, তাহলে রসুন তার প্রতিষেধক হিসেবে কাজ করে । এতে উপস্থিত অ্যালিসিনের অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রভাব রয়েছে । যার ফলে রসুন ঠান্ডার উপসর্গ কমাতে সাহায্য করতে পারে । শুধু তাই নয়, কিছু গবেষণায় দেখা গিয়েছে এটি আপনাকে সম্পূর্ণরূপে রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে ।
হলুদ জল:এর ঔষধি গুণের কারণে হলুদ অনেক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় । এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সর্দি-কাশির মতো ভাইরাল রোগ থেকে মুক্তি দিতে সহায়ক । এর জন্য একটি গরম গ্লাসে কিছু কাঁচা হলুদের টুকরো নিন । যদি কাঁচা হলুদ পাওয়া না যায় তবে আপনি 2 চিমটি হলুদ গুঁড়োও যোগ করতে পারেন । এবার 2 মিনিট ফুটতে দিন এবং ঢেকে দিন । তারপর এটি একটি গ্লাসে ঢেলে ঘুমানোর আগে চুমুক দিন । এটি গলা ব্যথা এবং সর্দি থেকে দ্রুত মুক্তি দেবে ।
মধু: গলার ইনফেকশনের জন্য মধু হতে পারে সর্বোত্তম নিরাময় । এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য সর্দি এবং কাশির লক্ষণগুলি কমাতে সাহায্য করতে পারে । এছাড়া এটি গলার সমস্যা দূর করতেও বেশ কার্যকরী । রাতে ঘুমানোর আগে আধা চা চামচ দারুচিনির গুঁড়ো এক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায় ।